Ayrton Senna: রেস চলাকালীন ভয়ঙ্কর দুর্ঘটনা কেড়ে নিয়েছিল প্রাণ, তিনবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন আয়ারটন সেনার কাহিনি
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Ayrton Senna Crash: ১৯৯৪ সালে মারিনো গ্র্যান্ড পিক্সের সময় কংক্রিটে ধাক্কা মারে আয়ারটনের রেসিং কার। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তাঁর।
একমাথা ঝাঁকড়া চুল। ভাবুক দুই চোখ। কিন্তু ট্র্যাকে যখন নামেন তখন সেই চোখেই আগুন ছোটে। উল্কার মতো গতি। ভক্তরা বলেন, ফর্মুলা ওয়ানের ভগবান। হ্যাঁ, তিনি আয়ারটন সেনা। মাত্র ৩৪ বছর বয়সে ট্র্যাকেই থেমে গিয়েছে তাঁর জীবন। বুধবার তিনবারের ফর্মুলা ১ চ্যাম্পিয়ান আয়রটন সেনার ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করলেন অনুরাগীরা।
advertisement
advertisement
advertisement
এর ঠিক একদিন আগেই ফর্মুলা ওয়ানের যোগ্যতা অর্জন রেসে মর্মান্তিক মৃত্যু হয় রোল্যান্ড রাটজেনবার্গের। আয়ারটন সেনার পাশাপাশি তাঁর স্মৃতিতেও ফুল, মালা অর্পণ করেন অনুরাগীরা। উপস্থিত ছিলেন ফর্মুলা ওয়ানের সিইও স্টেফানো ডোমেনিকালি, ব্রাজিল ও ইতালির রাজনীতিবিদ, অস্ট্রিয়ার এক প্রতিনিধি-সহ ফর্মুলা ওয়ানের শত শত ভক্ত। Photo: AP
advertisement
advertisement
advertisement