Avneet Kaur In IPL Match: বিরাট কোহলির একটা লাইকে ব্যাপক বেড়ে গেল ইনকাম! এবার আইপিএলমাঠেও হাজির অবনীত, তোলপাড় সোশ্যাল মিডিয়া উঠেছে নানা প্রশ্ন

Last Updated:
Avneet Kaur In IPL Match: আইপিএল ম্যাচ দেখতে এসে ফের শিরোনামে অবনীতা কউর, এবার কি আইপিএলকেও ছাড়বেন না...
1/4
মুম্বই: অবনীত কউরকে চেনেন তো? ইনি সেই বলিউড অভিনেত্রী যাঁর ছবি লাইক করার পর বিরাট কোহলিকে নিজের কাজের ব্যাখ্যা পর্যন্ত দিতে হয়েছিল। তাঁকে নিয়ে শিরোনাম আর শেষ হচ্ছে না৷  তাঁর  চাহিদা এবং জনপ্রিয়তা এখন তুঙ্গে৷ এই অবস্থায় অবনীত কউরকে এবার ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেল। ২০২৫ সালের আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজক মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাত টাইটান্সের মধ্যে খেলায় অবনীত কউরকে দেখা গিয়েছিল। Photo Courtesy- X Account
মুম্বই: অবনীত কউরকে চেনেন তো? ইনি সেই বলিউড অভিনেত্রী যাঁর ছবি লাইক করার পর বিরাট কোহলিকে নিজের কাজের ব্যাখ্যা পর্যন্ত দিতে হয়েছিল। তাঁকে নিয়ে শিরোনাম আর শেষ হচ্ছে না৷  তাঁর  চাহিদা এবং জনপ্রিয়তা এখন তুঙ্গে৷ এই অবস্থায় অবনীত কউরকে এবার ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেল। ২০২৫ সালের আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজক মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাত টাইটান্সের মধ্যে খেলায় অবনীত কউরকে দেখা গিয়েছিল। Photo Courtesy- X Account
advertisement
2/4
সোশ্যাল মিডিয়ায় ফের তোলপাড়বলিউড সেলিব্রিটিদের আইপিএল ম্যাচ দেখতে আসাটা বড় কথা নয়। কিন্তু সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে তাতে অবনীতের স্টেডিয়ামে আসা ফ্যানদের কাছে আলাদা আলোচনার বিষয় হয়ে উঠেছে। ৬ মে রাতে ক্যামেরাম্যান অবনীত কউরকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। ইনস্টাগ্রাম এবং এক্সের মতো সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অবনীতের ফটোতে  ভরে গেছে।
সোশ্যাল মিডিয়ায় ফের তোলপাড়বলিউড সেলিব্রিটিদের আইপিএল ম্যাচ দেখতে আসাটা বড় কথা নয়। কিন্তু সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে তাতে অবনীতের স্টেডিয়ামে আসা ফ্যানদের কাছে আলাদা আলোচনার বিষয় হয়ে উঠেছে। ৬ মে রাতে ক্যামেরাম্যান অবনীত কউরকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। ইনস্টাগ্রাম এবং এক্সের মতো সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অবনীতের ফটোতে  ভরে গেছে।
advertisement
3/4
বিরাটের একটা ভুলের জন্যই ধনী হয়ে গেলেন অবনীতকয়েকদিন আগেও অবনীত কউরকে খুব কম লোকই চিনত। রিয়েলিটি শো ড্যান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার্স দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন৷ অবনীত এখনও কোনও ব্লকবাস্টার সিনেমা করেননি, কিন্তু তাঁর ফ্যান পেজ অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ছবিতে বিরাট কোহলির লাইক পাওয়ার পর পুরো পৃথিবীই বদলে যায়৷
বিরাটের একটা ভুলের জন্যই ধনী হয়ে গেলেন অবনীতকয়েকদিন আগেও অবনীত কউরকে খুব কম লোকই চিনত। রিয়েলিটি শো ড্যান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার্স দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন৷ অবনীত এখনও কোনও ব্লকবাস্টার সিনেমা করেননি, কিন্তু তাঁর ফ্যান পেজ অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ছবিতে বিরাট কোহলির লাইক পাওয়ার পর পুরো পৃথিবীই বদলে যায়৷
advertisement
4/4
মিডিয়া রিপোর্ট অনুসারে, অবনীতের পোস্ট ভ্যালুও ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগে এই অভিনেত্রী একটি পোস্টের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিতেন, কিন্তু এখন তিনি ২.৬ লক্ষ টাকা পাবেন। হাই ভোল্টেজ ম্যাচে, নাটকীয়তায় ভরা মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্স  ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে গুজরাত এক ওভারে ১৫ রানের লক্ষ্য পায়, যা দলটি শেষ বলে অর্জন করে। Photo Courtesy- X Account
মিডিয়া রিপোর্ট অনুসারে, অবনীতের পোস্ট ভ্যালুও ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগে এই অভিনেত্রী একটি পোস্টের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিতেন, কিন্তু এখন তিনি ২.৬ লক্ষ টাকা পাবেন। হাই ভোল্টেজ ম্যাচে, নাটকীয়তায় ভরা মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্স  ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে গুজরাত এক ওভারে ১৫ রানের লক্ষ্য পায়, যা দলটি শেষ বলে অর্জন করে। Photo Courtesy- X Account
advertisement
advertisement
advertisement