IND vs AUS: পারথে প্রথম টেস্টের আগে বড় ঘোষণা জসপ্রীত বুমরাহের! কী জানালেন ভারত অধিনায়ক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Australia: রাত পোহালেই পারথে মহারণ। আনুষ্ঠানিকভালে ঢাকে কাঠি পড়বে ভারত বনাম অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ। সিরিজ শুরুর আগে সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করলেন জসপ্রীত বুমরাহ।
রাত পোহালেই পারথে মহারণ। আনুষ্ঠানিকভাবে ঢাকে কাঠি পড়বে ভারত বনাম অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ। সিরিজ শুরুর আগে সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করলেন জসপ্রীত বুমরাহ।
advertisement
দ্বিতীয়বার বাবা হওয়ার কারণে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলতে যাননি রোহিত শর্মা। বোর্ডকে জানিয়ে ছুটিতে রয়েছেন তিনি। ফলে রোহিতের পরিবর্তে অধিনায়কত্ব কে করবে তা নিয়ে ছিল জল্পনা।
advertisement
আনুষ্ঠানিক ঘোষণা না হলেও জসপ্রীত বুমরাহই যে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন তা জানা গিয়েছিল। ম্য়াচের আগে সাংবাদিক বৈঠক এসে বুমরহা আনুষ্ঠানিকভাবে জানালেন পারথে তাঁর কাঁধেই দেশের দায়িত্ব।
advertisement
জসপ্রীত বুমরাহ প্রেস কনফারেন্সে বলেন,"অস্ট্রেলিয়া আসের আগে পর্যন্ত একটা অনিশ্চয়তা ছিল। রোহিত প্রথম টেস্ট খেলবেন কিনা তা নিয়ে জল্পনা ছিল। তবে অস্ট্রেলিয়ায় এসে গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্ট আমাকে জানায় প্রথম টেস্টে আমিই অধিনায়ক"।
advertisement
এর আগে ইংল্যান্ডে একটি টেস্ট ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। ফের বিদেশের মাটিতে সুযোগ পাওয়া নিয়ে তারকা পেসার বলেন,"দলকে নেতৃত্ব দিতে আমি মুখিয়ে আছি। আগেও এই কাজটা করেছি।"
advertisement