Hima Das Tests Corona Positive: করোনা আক্রান্ত হিমা দাস, আইসোলেশনে 'ঢিং এক্সপ্রেস'

Last Updated:
Hima Das: পাতিয়ালার ট্রেনিংয়ে গিয়েছিলেন হিমা দাস।
1/5
করোনা আক্রান্ত হলেন অসমের অ্যাথলিট হিমা দাস। বুধবার ফেসবুকে নিজেই জানালেন, সংক্রমিত হয়েছেন। একইসঙ্গে উত্সবের মরশুমে সকলকে মাস্ক পরার আর্জিও জানিয়েছেন আন্তর্জাতিক পদকজয়ী হিমা।
করোনা আক্রান্ত হলেন অসমের অ্যাথলিট হিমা দাস। বুধবার ফেসবুকে নিজেই জানালেন, সংক্রমিত হয়েছেন। একইসঙ্গে উত্সবের মরশুমে সকলকে মাস্ক পরার আর্জিও জানিয়েছেন আন্তর্জাতিক পদকজয়ী হিমা।
advertisement
2/5
অক্টোবরের শেষের দিকে পাতিয়ালায় হবে জাতীয় শিবির। তার আগে হিমা করোনা আক্রান্ত হলেন। পাতিয়ালায় পৌঁছনোর পরই হিমা দুর্বল বোধ করছিলেন।
অক্টোবরের শেষের দিকে পাতিয়ালায় হবে জাতীয় শিবির। তার আগে হিমা করোনা আক্রান্ত হলেন। পাতিয়ালায় পৌঁছনোর পরই হিমা দুর্বল বোধ করছিলেন।
advertisement
3/5
ভাল ফর্মে থাকা সত্ত্বেও হিমা অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেননি। তবে এবার এশিয়ান গেমস ও কমনওয়েলথে পদক জয়ের টার্গেট করেছেন তিনি।
ভাল ফর্মে থাকা সত্ত্বেও হিমা অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেননি। তবে এবার এশিয়ান গেমস ও কমনওয়েলথে পদক জয়ের টার্গেট করেছেন তিনি।
advertisement
4/5
গত কয়েক মাস ধরে চোটে জেরবার হিমা। টোকিও অলিম্পিক্সে কোয়ালিফাই করতে পারেননি। তার পর মাংসপেশিতে টান লাগার কারণে ট্র্যাক থেকে কিছুদিনের ব্রেক নিয়েছিলেন তিনি।
গত কয়েক মাস ধরে চোটে জেরবার হিমা। টোকিও অলিম্পিক্সে কোয়ালিফাই করতে পারেননি। তার পর মাংসপেশিতে টান লাগার কারণে ট্র্যাক থেকে কিছুদিনের ব্রেক নিয়েছিলেন তিনি।
advertisement
5/5
১০ অক্টোবর ট্রেনিংয়ের জন্য পাতিয়ালায় এসেছিলেন হিমা। তার পর করেনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসে তাঁর। হিমা জানিয়েছেন, তিনি এখন আইসোলেশনে রয়েছেন। স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
১০ অক্টোবর ট্রেনিংয়ের জন্য পাতিয়ালায় এসেছিলেন হিমা। তার পর করেনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসে তাঁর। হিমা জানিয়েছেন, তিনি এখন আইসোলেশনে রয়েছেন। স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
advertisement