করোনা আক্রান্ত হলেন অসমের অ্যাথলিট হিমা দাস। বুধবার ফেসবুকে নিজেই জানালেন, সংক্রমিত হয়েছেন। একইসঙ্গে উত্সবের মরশুমে সকলকে মাস্ক পরার আর্জিও জানিয়েছেন আন্তর্জাতিক পদকজয়ী হিমা।
advertisement
2/5
অক্টোবরের শেষের দিকে পাতিয়ালায় হবে জাতীয় শিবির। তার আগে হিমা করোনা আক্রান্ত হলেন। পাতিয়ালায় পৌঁছনোর পরই হিমা দুর্বল বোধ করছিলেন।
advertisement
3/5
ভাল ফর্মে থাকা সত্ত্বেও হিমা অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেননি। তবে এবার এশিয়ান গেমস ও কমনওয়েলথে পদক জয়ের টার্গেট করেছেন তিনি।
advertisement
4/5
গত কয়েক মাস ধরে চোটে জেরবার হিমা। টোকিও অলিম্পিক্সে কোয়ালিফাই করতে পারেননি। তার পর মাংসপেশিতে টান লাগার কারণে ট্র্যাক থেকে কিছুদিনের ব্রেক নিয়েছিলেন তিনি।
advertisement
5/5
১০ অক্টোবর ট্রেনিংয়ের জন্য পাতিয়ালায় এসেছিলেন হিমা। তার পর করেনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসে তাঁর। হিমা জানিয়েছেন, তিনি এখন আইসোলেশনে রয়েছেন। স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন তিনি।