Arun Lal Wedding: রেজিস্ট্রি সম্পন্ন, আজ দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে অরুণ লাল

Last Updated:
Arun Lal Wedding: বিয়ের রেজিস্ট্রির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পাত্রী বুলবুল সাহা লিখেছেন, ‘‘অফিশিয়ালি মিসেস লাল..., পরিবারের লোকজন এবং বন্ধুবান্ধবদের অনেক ধন্যবাদ ৷’’
1/6
জীবিত প্রথম স্ত্রী। তবুও দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে অরুণ লাল। জীবনে দ্বিতীয় বার সাত পাকে বাঁধা পড়লেন ময়দানের লালজী। ৬৬ বছর বয়সি প্রাক্তন এই ভারতীয় ক্রিকেট তারকার আজ, সোমবার বিয়ে। পাত্রী ৩৭ বছর বয়সী বুলবুল সাহা। অরুণ লালের দীর্ঘদিনের বান্ধবী।
জীবিত প্রথম স্ত্রী। তবুও দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে অরুণ লাল। জীবনে দ্বিতীয় বার সাত পাকে বাঁধা পড়লেন ময়দানের লালজী। ৬৬ বছর বয়সি প্রাক্তন এই ভারতীয় ক্রিকেট তারকার আজ, সোমবার বিয়ে। পাত্রী ৩৭ বছর বয়সী বুলবুল সাহা। অরুণ লালের দীর্ঘদিনের বান্ধবী।
advertisement
2/6
 বিয়ের রেজিস্ট্রির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পাত্রী বুলবুল সাহা লিখেছেন, ‘‘অফিশিয়ালি মিসেস লাল, পরিবারের লোকজন এবং বন্ধুবান্ধবদের অনেক ধন্যবাদ ৷’’
বিয়ের রেজিস্ট্রির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পাত্রী বুলবুল সাহা লিখেছেন, ‘‘অফিশিয়ালি মিসেস লাল, পরিবারের লোকজন এবং বন্ধুবান্ধবদের অনেক ধন্যবাদ ৷’’
advertisement
3/6
আজ, সন্ধ্যায় শহরের এক পাঁচতারা হোটেলে বিয়ের রিসেপশন রয়েছে ৷ দুই পরিবারের ঘনিষ্ঠ লোকজন, বাংলা ক্রিকেট দলের সদস্যরা এবং সিএবি কর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তার আগে সকালে বাড়িতেই হয়ে গেল রেজিস্ট্রি ৷ উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং প্রাক্তন ক্রিকেটার সাবা করিম ৷
আজ, সন্ধ্যায় শহরের এক পাঁচতারা হোটেলে বিয়ের রিসেপশন রয়েছে ৷ দুই পরিবারের ঘনিষ্ঠ লোকজন, বাংলা ক্রিকেট দলের সদস্যরা এবং সিএবি কর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তার আগে সকালে বাড়িতেই হয়ে গেল রেজিস্ট্রি ৷ উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং প্রাক্তন ক্রিকেটার সাবা করিম ৷
advertisement
4/6
বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হচ্ছে অনুষ্ঠানে। মাসখানেক আগেই অরুণ লাল এবং বুলবুলের মধ্যে এনগেজমেন্ট হয়ে গিয়েছে। এবার সামাজিক বিয়ের পালা। দীর্ঘদিন ধরেই বুলবুলের সঙ্গে সম্পর্কে রয়েছেন অরুণ লাল।
বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হচ্ছে অনুষ্ঠানে। মাসখানেক আগেই অরুণ লাল এবং বুলবুলের মধ্যে এনগেজমেন্ট হয়ে গিয়েছে। এবার সামাজিক বিয়ের পালা। দীর্ঘদিন ধরেই বুলবুলের সঙ্গে সম্পর্কে রয়েছেন অরুণ লাল।
advertisement
5/6
বিয়ের মেনুতে অধিকাংশ বাঙালি পদই রয়েছে। যেমন চিংড়ির মালাইকারি, ফিস ফ্রাই, খাসির মাংস, মিষ্টি দই-সহ আরও রকমারি পদ।
বিয়ের মেনুতে অধিকাংশ বাঙালি পদই রয়েছে। যেমন চিংড়ির মালাইকারি, ফিস ফ্রাই, খাসির মাংস, মিষ্টি দই-সহ আরও রকমারি পদ।
advertisement
6/6
 এদিনের অনুষ্ঠানে দু’জনেই সাদা রঙের পোশাক পরেছিলেন ৷ লাল গোলাপের মালায় দেখা যায় পাত্র পাত্রীকে ৷ আজ, সোমবার ধর্মতলার এক পাঁচতারা হোটেলে সামাজিক বিয়ের অনুষ্ঠান রিসেপশন ৷
এদিনের অনুষ্ঠানে দু’জনেই সাদা রঙের পোশাক পরেছিলেন ৷ লাল গোলাপের মালায় দেখা যায় পাত্র পাত্রীকে ৷ আজ, সোমবার ধর্মতলার এক পাঁচতারা হোটেলে সামাজিক বিয়ের অনুষ্ঠান রিসেপশন ৷
advertisement
advertisement
advertisement