২৮ বছরের ছোট মহিলার সঙ্গে প্রেম! প্রথম স্ত্রী-র অনুমতি নিয়েই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই ক্রিকেট তারকা

Last Updated:
Arun Lal-Bulbul Saha Love Story: গত বছর দ্বিতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসে খবরের শিরোনামে উঠে এসেছিলেন প্রাক্তন ক্রিকেট তারকা অরুণ লাল। পাত্রী তাঁর থেকে ২৮ বছরের ছোট বুলবুল সাহা।
1/7
ভারতীয় জীবনের অঙ্গ হয়ে উঠেছে ক্রিকেট। ফলে ভক্তরা শুধু ভারতীয় দলের ক্রিকেটারদের বাইশ গজেই ফলো করেন, এমনটা নয়। ক্রিকেট তারকাদের ব্যক্তিগত জীবনও উঠে আসে চর্চায়। এভাবেই গত বছর দ্বিতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসে খবরের শিরোনামে উঠে এসেছিলেন প্রাক্তন ক্রিকেট তারকা অরুণ লাল। পাত্রী তাঁর থেকে ২৮ বছরের ছোট বুলবুল সাহা।
ভারতীয় জীবনের অঙ্গ হয়ে উঠেছে ক্রিকেট। ফলে ভক্তরা শুধু ভারতীয় দলের ক্রিকেটারদের বাইশ গজেই ফলো করেন, এমনটা নয়। ক্রিকেট তারকাদের ব্যক্তিগত জীবনও উঠে আসে চর্চায়। এভাবেই গত বছর দ্বিতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসে খবরের শিরোনামে উঠে এসেছিলেন প্রাক্তন ক্রিকেট তারকা অরুণ লাল। পাত্রী তাঁর থেকে ২৮ বছরের ছোট বুলবুল সাহা।
advertisement
2/7
১৯৮০-র দশকে ভারতের নির্ভরযোগ্য ওপেনার ছিলেন অরুণ লাল। ভারতের হয়ে মোট ১৬টি টেস্ট ম্যাচে ৭২৯ রান করেছিলেন। একই সঙ্গে ১৩টি ওয়ানডে-তে ১২২ রান করেছেন। অরুণ লাল ১৫৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৬.৯৪ গড়ে ১০৪২১ রান করেছেন। এই সময়ে মোট ৬৫টি লিস্ট ‘এ’ ম্যাচে ২৮.৯০ গড়ে ১৭৩৪ রান করেছেন এই ক্রিকেট তারকা।
১৯৮০-র দশকে ভারতের নির্ভরযোগ্য ওপেনার ছিলেন অরুণ লাল। ভারতের হয়ে মোট ১৬টি টেস্ট ম্যাচে ৭২৯ রান করেছিলেন। একই সঙ্গে ১৩টি ওয়ানডে-তে ১২২ রান করেছেন। অরুণ লাল ১৫৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৬.৯৪ গড়ে ১০৪২১ রান করেছেন। এই সময়ে মোট ৬৫টি লিস্ট ‘এ’ ম্যাচে ২৮.৯০ গড়ে ১৭৩৪ রান করেছেন এই ক্রিকেট তারকা।
advertisement
3/7
২০২২ সালে তিনি দ্বিতীয় বারের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পাত্রী বুলবুল সাহা পেশায় এক জন শিক্ষিকা। তিনি নিজের ফেসবুক পেজ থেকে বিয়ের কিছু ছবি শেয়ার করেছিলেন। নিমেষের মধ্যে তা ভাইরাল হয়েছিল।
২০২২ সালে তিনি দ্বিতীয় বারের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পাত্রী বুলবুল সাহা পেশায় এক জন শিক্ষিকা। তিনি নিজের ফেসবুক পেজ থেকে বিয়ের কিছু ছবি শেয়ার করেছিলেন। নিমেষের মধ্যে তা ভাইরাল হয়েছিল।
advertisement
4/7
একটি ভাইরাল ছবিতে নববধূ বুলবুল সাহাকে চুম্বন করতে দেখা গিয়েছে অরুণ লালকে। ফলে এমন অসমবয়সী প্রেম এবং দাম্পত্য ভক্তদের মধ্যে সাড়া ফেলবে, এটাই স্বাভাবিক।
একটি ভাইরাল ছবিতে নববধূ বুলবুল সাহাকে চুম্বন করতে দেখা গিয়েছে অরুণ লালকে। ফলে এমন অসমবয়সী প্রেম এবং দাম্পত্য ভক্তদের মধ্যে সাড়া ফেলবে, এটাই স্বাভাবিক।
advertisement
5/7
সংবাদমাধ্যম সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই একে অপরকে ডেট করছিলেন অরুণ লাল এবং বুলবুল সাহা। তার পরেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকী দীর্ঘ দিনের বান্ধবীকে বিয়ে করার জন্য প্রথম স্ত্রী রিনার কাছ থেকে অনুমতিও চেয়েছিলেন প্রাক্তন এই ক্রিকেট তারকা। সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, বহু দিন আগেই রিনার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল তাঁর। কিন্তু রিনা অসুস্থ ছিলেন। ফলে অরুণই তাঁর যত্ন দেখভাল করতেন। দ্বিতীয় বিয়ের পর থেকে বুলবুল এবং অরুণ লাল দু’জনে মিলে একসঙ্গেই রিনার দেখাশোনা করছেন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই একে অপরকে ডেট করছিলেন অরুণ লাল এবং বুলবুল সাহা। তার পরেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকী দীর্ঘ দিনের বান্ধবীকে বিয়ে করার জন্য প্রথম স্ত্রী রিনার কাছ থেকে অনুমতিও চেয়েছিলেন প্রাক্তন এই ক্রিকেট তারকা। সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, বহু দিন আগেই রিনার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল তাঁর। কিন্তু রিনা অসুস্থ ছিলেন। ফলে অরুণই তাঁর যত্ন দেখভাল করতেন। দ্বিতীয় বিয়ের পর থেকে বুলবুল এবং অরুণ লাল দু’জনে মিলে একসঙ্গেই রিনার দেখাশোনা করছেন।
advertisement
6/7
বুলবুল সাহা কলকাতার একটি স্কুলে শিক্ষকতা করেন। আবার গত বছরের ২ জুলাই স্বাস্থ্য এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলা রঞ্জি দলের কোচের পদ থেকে পদত্যাগ করেন অরুণ লাল। তবে সংবাদমাধ্যম সূত্রে দাবি, বুলবুলের সঙ্গে মধুচন্দ্রিমায় যাওয়ার জন্যই বাংলা রঞ্জি দল থেকে পদত্যাগ করেছেন অরুণ।
বুলবুল সাহা কলকাতার একটি স্কুলে শিক্ষকতা করেন। আবার গত বছরের ২ জুলাই স্বাস্থ্য এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলা রঞ্জি দলের কোচের পদ থেকে পদত্যাগ করেন অরুণ লাল। তবে সংবাদমাধ্যম সূত্রে দাবি, বুলবুলের সঙ্গে মধুচন্দ্রিমায় যাওয়ার জন্যই বাংলা রঞ্জি দল থেকে পদত্যাগ করেছেন অরুণ।
advertisement
7/7
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বুলবুল সাহা শুনিয়েছিলেন তাঁদের প্রেমের গল্প। জানিয়েছিলেন, প্রথম দর্শনে কিন্তু প্রেম হয়নি। কমন বন্ধুদের মাধ্যমে একটি পার্টিতে তাঁদের প্রথম দেখা। সেখান থেকেই আলাপচারিতা শুরু। এর পর বন্ধুত্বের সম্পর্ক শুরু হয় এবং তা শীঘ্রই প্রেমে পরিণত হয়। অরুণ-পত্নীর কথায়, “প্রথম দর্শনে একেবারেই প্রেম হয়নি, তবে পরে ধীরে ধীরে আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। আসলে তিনি খুবই দয়ালু মনের মানুষ। দরিদ্রদের দুর্দশা দেখতে পারেন না। ফলে টাকা দিয়ে তাঁদের সাহায্য করেন অরুণ। এমনকী প্রায় ৫ হাজার গাছও লাগিয়েছেন তিনি।” আর অরুণ লালের এই সমস্ত গুণের জন্যই বুলবুল তাঁর প্রেমে পড়ে গিয়েছিলেন।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বুলবুল সাহা শুনিয়েছিলেন তাঁদের প্রেমের গল্প। জানিয়েছিলেন, প্রথম দর্শনে কিন্তু প্রেম হয়নি। কমন বন্ধুদের মাধ্যমে একটি পার্টিতে তাঁদের প্রথম দেখা। সেখান থেকেই আলাপচারিতা শুরু। এর পর বন্ধুত্বের সম্পর্ক শুরু হয় এবং তা শীঘ্রই প্রেমে পরিণত হয়। অরুণ-পত্নীর কথায়, “প্রথম দর্শনে একেবারেই প্রেম হয়নি, তবে পরে ধীরে ধীরে আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। আসলে তিনি খুবই দয়ালু মনের মানুষ। দরিদ্রদের দুর্দশা দেখতে পারেন না। ফলে টাকা দিয়ে তাঁদের সাহায্য করেন অরুণ। এমনকী প্রায় ৫ হাজার গাছও লাগিয়েছেন তিনি।” আর অরুণ লালের এই সমস্ত গুণের জন্যই বুলবুল তাঁর প্রেমে পড়ে গিয়েছিলেন।
advertisement
advertisement
advertisement