'আর্জেন্টিনা হারুক, মেসি একটাও গোল না পাক!' একদল মানুষ চাইছেন এমনই, কারা জানেন?

Last Updated:
Lionel Messi: আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তাদের বিরাট ক্ষতি! কারা বলছে এমন অলক্ষুণে কথা!
1/6
মেসির আর্জেন্টিনা যেন বিশ্বকাপ ফাইনাল হেরে যায়! কারা চাইছেন এমনটা! আপনার উত্তর হতে পারে, ব্রাজিল সমর্থকরায। ভুল। মেসিদের হারের প্রার্থনা করছে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বেটিং সংস্থাগুলি।
মেসির আর্জেন্টিনা যেন বিশ্বকাপ ফাইনাল হেরে যায়! কারা চাইছেন এমনটা! আপনার উত্তর হতে পারে, ব্রাজিল সমর্থকরায। ভুল। মেসিদের হারের প্রার্থনা করছে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বেটিং সংস্থাগুলি।
advertisement
2/6
জুয়ার ঠেকে এগিয়ে ছিল নেইমার-সিলভাদের ব্রাজিল। তবে ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে। ফাইনালে ফ্রান্স-আর্জেন্টিনা। আর মেসিদের কোনওভাবেই চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায় না বেটিং সংস্থাগুলি।
জুয়ার ঠেকে এগিয়ে ছিল নেইমার-সিলভাদের ব্রাজিল। তবে ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে। ফাইনালে ফ্রান্স-আর্জেন্টিনা। আর মেসিদের কোনওভাবেই চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায় না বেটিং সংস্থাগুলি।
advertisement
3/6
বিশ্বের সবচেয়ে পুরোনো বেটিং সংস্থা ফিডদারেস-এর এক কর্তা জানিয়েছেন, মেসির ফর্ম নিয়ে আমরা চিন্তায়। আমরা চাই রবিবার যেন ফ্রান্স জেতে। আর মেসির থেকে বেশি গোল করুক এমবাপে।
বিশ্বের সবচেয়ে পুরোনো বেটিং সংস্থা ফিডদারেস-এর এক কর্তা জানিয়েছেন, মেসির ফর্ম নিয়ে আমরা চিন্তায়। আমরা চাই রবিবার যেন ফ্রান্স জেতে। আর মেসির থেকে বেশি গোল করুক এমবাপে।
advertisement
4/6
মেসি দুরন্ত ফর্মে। ছুটছে আর্জেন্টিনা। ফ্রান্সকে কড়া টক্কর দেওয়ার জন্য প্রস্তুত আলভারেজ, দি পলরা। তবে জুয়ারি সংস্থাগুলির তাতে টেনশন হচ্ছে।
মেসি দুরন্ত ফর্মে। ছুটছে আর্জেন্টিনা। ফ্রান্সকে কড়া টক্কর দেওয়ার জন্য প্রস্তুত আলভারেজ, দি পলরা। তবে জুয়ারি সংস্থাগুলির তাতে টেনশন হচ্ছে।
advertisement
5/6
‘গোল্ডেন বুট জেতার ক্ষেত্রে বেশিরভাগ বাজি মেসির পক্ষে। এমবাপেও এদিকে মেসির মতোই বিশ্বকাপে ৫ গোল করে ফেলেছেন।
‘গোল্ডেন বুট জেতার ক্ষেত্রে বেশিরভাগ বাজি মেসির পক্ষে। এমবাপেও এদিকে মেসির মতোই বিশ্বকাপে ৫ গোল করে ফেলেছেন।
advertisement
6/6
বেটিং সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্বকাপের শুরুতে এমবাপের উপর বাজি ধরেছিলেন অনেকে। তবে এখন বেশিরভাগ বাজি মেসি ও আর্জেন্টিনার পক্ষে। ফলে রবিবার আর্জেন্টিনা জিতলে তাদের ক্ষতির পরিমাণ হবে আকাশছোঁয়া। মেসি গোল করলে তো সেই ক্ষতি আরও বাড়বে।
বেটিং সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্বকাপের শুরুতে এমবাপের উপর বাজি ধরেছিলেন অনেকে। তবে এখন বেশিরভাগ বাজি মেসি ও আর্জেন্টিনার পক্ষে। ফলে রবিবার আর্জেন্টিনা জিতলে তাদের ক্ষতির পরিমাণ হবে আকাশছোঁয়া। মেসি গোল করলে তো সেই ক্ষতি আরও বাড়বে।
advertisement
advertisement
advertisement