মাঠে নামছে বিশ্বজয়ী মেসির আর্জেন্টিনা, ঘোষিত হল ম্যাচের দিন, প্রতিপক্ষ ও স্কালোনির স্কোয়াড
- Published by:Sudip Paul
Last Updated:
গত বছর ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। বিশ্বজয়ের পর ফের কবে মাঠে নামবে লিওনেল মেসির দল তার অপেক্ষায় ছিল বিশ্ব জুড়ে আর্জেন্টিনা ও মেসি ফ্যানেরা। অবশেষে জানা গেল আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের প্রতিপক্ষের নাম ও ঘোষিত হল ম্যাচের দিন ও ভেন্যু।
advertisement
advertisement
advertisement
দুটি প্রীতি ম্যাচের জন্য ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনার এই দলে বিশ্ব চ্যাম্পিয়ন ২৬ ফুটবলারের সঙ্গে যোগ করা হয়েছে আরও ৮ ফুটবলার। ডাক পেয়েছেন ছন্দে থাকা ১৮ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আলেহান্দ্রো গারনাচো। দলে ফিরেছেন চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়া জিওভান্নি লো সেলসো।
advertisement
দেখে নিন আর্জেন্টিনার ৩৪ জনের প্রাথমিক দল। গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি। ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত, লাওতারো ব্লাঙ্কো, নেহুয়ান পেরেজ।
advertisement
মিডফিল্ডার: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গিদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরনি, ফাকুন্দো বুয়োনানত্তি, এমিলিয়ানো বুয়েনদিয়া, ভ্যালেন্টাইন কার্বনি। ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো।