এক ইনিংসে ১০ উইকেট নিলেন ভারতীয় পেসার, তৈরি করলেন নতুন ইতিহাস

Last Updated:
Anshul Kamboj Takes 10 Wickets: আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে একমাত্র বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির রয়েছে অনিল কুম্বলের। এবার ইতিহাসের পাতায় নাম লেখালেন আরও এক ভারতীয় বোলার।
1/5
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে একমাত্র বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির রয়েছে অনিল কুম্বলের। এবার ইতিহাসের পাতায় নাম লেখালেন আরও এক ভারতীয় বোলার।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে একমাত্র বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির রয়েছে অনিল কুম্বলের। এবার ইতিহাসের পাতায় নাম লেখালেন আরও এক ভারতীয় বোলার।
advertisement
2/5
তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, রনজি ট্রফিকে এক ইনিংসের ১০ উইকেট নিলেন তরুণ ভারতীয় পেসার অংশুল কাম্বোজ। কেরলের বিরুদ্ধে রনজি ট্রফির এলিট-সি গ্রুপের ম্যাচে এই কৃতিত্ব গড়লেন হরিয়ানার পেসার।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, রনজি ট্রফিকে এক ইনিংসের ১০ উইকেট নিলেন তরুণ ভারতীয় পেসার অংশুল কাম্বোজ। কেরলের বিরুদ্ধে রনজি ট্রফির এলিট-সি গ্রুপের ম্যাচে এই কৃতিত্ব গড়লেন হরিয়ানার পেসার।
advertisement
3/5
রোহতকে মুখোমুখি হয়েছে হরিয়ানা ও কেরল। রোহতকের উইকেট বরাবরই পেসারদের বাড়তি সাহায্য দিয়ে থাকে। এদিনও টস জিতে কেরলকে ব্যাটিং করতে পাঠায় হরিয়ানা। তারপর গোটা প্রথম ইনিংসে অংশুল কাম্বোজ শো।
রোহতকে মুখোমুখি হয়েছে হরিয়ানা ও কেরল। রোহতকের উইকেট বরাবরই পেসারদের বাড়তি সাহায্য দিয়ে থাকে। এদিনও টস জিতে কেরলকে ব্যাটিং করতে পাঠায় হরিয়ানা। তারপর গোটা প্রথম ইনিংসে অংশুল কাম্বোজ শো।
advertisement
4/5
কেরল প্রথম ইনিংসে ২৯১ রানে অল-আউট হয়। তারা সাকুল্যে ১১৬.১ ওভার ব্যাট করে। তবে অংশুল কাম্বোজের বোলিংয়ের কোনও জবাব ছিল না কেরলের ব্যাটারদের কাছে।
কেরল প্রথম ইনিংসে ২৯১ রানে অল-আউট হয়। তারা সাকুল্যে ১১৬.১ ওভার ব্যাট করে। তবে অংশুল কাম্বোজের বোলিংয়ের কোনও জবাব ছিল না কেরলের ব্যাটারদের কাছে।
advertisement
5/5
 রনজি ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট দখল করেন কাম্বোজ। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন প্রেমাংশু চট্টোপাধ্যায় ও প্রদীপ সুন্দরম।
রনজি ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট দখল করেন কাম্বোজ। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন প্রেমাংশু চট্টোপাধ্যায় ও প্রদীপ সুন্দরম।
advertisement
advertisement
advertisement