অনিল কুম্বলের ছেলের ক্রিকেট নয় জঙ্গলের প্রতি গভীর টান, সমান ভালবাসা বাঘেদের জন্যও

Last Updated:
ময়াস কুম্বলে মাত্র ১৬ বছর বয়স থেকেই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির প্রতি শখ রয়েছে
1/4
বেশিরভাগ সময়েই দেখা যায় যে ক্রিকেটারের সন্তানেরা ক্রিকেট খেলতে দেখা যায় ৷ যেমন ভাবে বলা যায় সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, রজার বিনি, মদনলাল ইত্যাদি ৷ এমন বেশ কিছু ক্রিকেটার যাঁদের ছেলেরা বাবার মত ক্রিকেটার হয়েছেন ৷ কিন্তু এর ব্যতিক্রমও ভারতীয় দলের প্রাক্তন কিংবদন্তি লেগ স্পিনার ও দলের প্রাক্তন হেড কোচ অনিল কুম্বলের ছেলে ময়াস জঙ্গলে থাকতে ভালবাসেন ৷ মায়সের বয়স ১৬ বছর, বাঘের ছবি তুলতে খুব ভালবাসেন ৷
বেশিরভাগ সময়েই দেখা যায় যে ক্রিকেটারের সন্তানেরা ক্রিকেট খেলতে দেখা যায় ৷ যেমন ভাবে বলা যায় সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, রজার বিনি, মদনলাল ইত্যাদি ৷ এমন বেশ কিছু ক্রিকেটার যাঁদের ছেলেরা বাবার মত ক্রিকেটার হয়েছেন ৷ কিন্তু এর ব্যতিক্রমও ভারতীয় দলের প্রাক্তন কিংবদন্তি লেগ স্পিনার ও দলের প্রাক্তন হেড কোচ অনিল কুম্বলের ছেলে ময়াস জঙ্গলে থাকতে ভালবাসেন ৷ মায়সের বয়স ১৬ বছর, বাঘের ছবি তুলতে খুব ভালবাসেন ৷
advertisement
2/4
ময়াস বাবার মত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে শখ আছে ৷ ১৩ বছর বয়স থেকে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি নিয়ে লিখেছিল তা প্রকাশিত হয়েছিল একটি ওয়েবসাইটে সেটি অনিল কুম্বলে তাঁর ট্যুইটারে শেয়ার করেছিলেন ৷
ময়াস বাবার মত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে শখ আছে ৷ ১৩ বছর বয়স থেকে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি নিয়ে লিখেছিল তা প্রকাশিত হয়েছিল একটি ওয়েবসাইটে সেটি অনিল কুম্বলে তাঁর ট্যুইটারে শেয়ার করেছিলেন ৷
advertisement
3/4
সেই আর্টিক্যালে ময়াস বাঘেদের সঙ্গে কাটানো সময়ের ছবি তুলে শেয়ার করেছিলেন ৷ গত বছর মায়াস মে ও অক্টোবরে নাগপুর থেকে ১৫০ কিমি দূরে তাডোবা অন্ধারি রিজার্ভে গিয়েছিল ৷ যেখানে সে বাঘেদের বেশ কিছু দুর্দান্ত ছবি তুলেছিল ৷
সেই আর্টিক্যালে ময়াস বাঘেদের সঙ্গে কাটানো সময়ের ছবি তুলে শেয়ার করেছিলেন ৷ গত বছর মায়াস মে ও অক্টোবরে নাগপুর থেকে ১৫০ কিমি দূরে তাডোবা অন্ধারি রিজার্ভে গিয়েছিল ৷ যেখানে সে বাঘেদের বেশ কিছু দুর্দান্ত ছবি তুলেছিল ৷
advertisement
4/4
ময়াসের বাবা অনিল কুম্বলে বিশ্ব ক্রিকেটের এক বড় নাম ৷ তবুও অনিল কুম্বলে জীবজন্তুদের প্রতি এক আলাদা আকর্ষণ অনুভব করেন ৷ অনেক ছোট বয়সে এমন সমস্ত ছবি তুলেছেন যা দেখে ভাবা যায়না ৷
ময়াসের বাবা অনিল কুম্বলে বিশ্ব ক্রিকেটের এক বড় নাম ৷ তবুও অনিল কুম্বলে জীবজন্তুদের প্রতি এক আলাদা আকর্ষণ অনুভব করেন ৷ অনেক ছোট বয়সে এমন সমস্ত ছবি তুলেছেন যা দেখে ভাবা যায়না ৷
advertisement
advertisement
advertisement