‘আমাদের ব্যাটিং-বোলিং ভাল হয়েছে, কিন্তু…’, টি২০ বিশ্বকাপে হেরে কাকে দুষলেন মার্করাম?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
বড় ম্যাচে বারবার তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা। এই জন্যই তাঁদের গায়ে লেগেছে চোকার্সের তকমা। এবারও তার অন্যথা হয়নি।
advertisement
advertisement
বড় ম্যাচে বারবার তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা। এই জন্যই তাঁদের গায়ে লেগেছে চোকার্সের তকমা। এবারও তার অন্যথা হয়নি। তবে কুইন্টন ডি ককরা লড়াই করেছেন। একটা সময় ম্যাচ জেতার মতো জায়গায় চলে যায় দক্ষিণ আফ্রিকা। মার্করাম বলেন, “খুব দ্রুত পরিস্থিতি বদলে গেল। আমরা ভাল জায়গায় ছিলাম। সেখান থেকে ম্যাচ জেতা উচিত ছিল। আশা করি, এখান থেকে শিখে সামনে এগোব। আমরা ম্যাচ হেরেছি ঠিকই, কিন্তু এই দিন আমাদের কাছে গর্বের”।
advertisement
অন্য দিকে, টি২০ বিশ্বকাপ জয়ের পর আবেগপ্রবণ হয়ে পড়েন রোহিত শর্মা। তিনি বলেন, ‘‘দল শুধু ফাইনালে ভাল পারফর্ম করেনি, গত তিন বছর ধরে এই দিনটার জন্য কঠোর পরিশ্রম করেছে। রোহিতের কথায়, “বিশ্বকাপ জিতে কেমন লাগছে বলে বোঝাতে পারব না। ভাষায় বোঝানো সম্ভব নয়। কাল রাতে ঘুমোতে পারিনি। যে কোনও মূল্যে জিততে চেয়েছিলাম।’’
advertisement
গত বছর ওয়ান ডে বিশ্বকাপ সব ম্যাচ জিতে ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। কিন্তু ফাইনালে অষ্ট্রেলিয়ার কাছে গোহারা হারতে হয় কোহলিদের। সেই স্মৃতি আজও তাড়া করে ফেরে রোহিতকে। নিজেই স্বীকার করে নিলেন সে কথা। রোহিত বলেন, “গত তিন-চার বছরে আমরা কতটা পরিশ্রম করেছি, তা বলে বোঝানো কঠিন। এই জয়ের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।’’