কে এই অদিতি ? তিনি কিন্তু ফ্যাশন দুনিয়ায় অত্যন্ত পরিচিত একজন মুখ ৷ ২০১৮ সালে মিস সুপারন্যাশনাল ইন্ডিয়া হন তিনি। মিস ইন্ডিয়া রাজস্থানও ছিলেন তিনি ৷ তবে যেটা জানা গিয়েছে, তা হল অদিতি মুম্বই ইন্ডিয়ান্সের পাশাপাশি বিরাট কোহলিরও বিরাট ফ্যান ৷ Photo Courtesy: Instagram