Siliguri News : ক্রিকেটের পর এবার ফুটবলে শিলিগুড়ির গর্ব! ভারতীয় ফুটবল দলে সুযোগ পেলেন উত্তরবঙ্গের ফুটবলার

Last Updated:
Siliguri Footballer: ক্রিকেটে রিচা ঘোষের পর এবার ফুটবলে শিলিগুড়ির গর্ব! শহরের ফুটবলার পাসাং দর্জি তামাং, যিনি সৌরভ তামাং নামেই পরিচিত, জায়গা করে নিয়েছেন ভারতের অনূর্ধ্ব–২৩ জাতীয় ফুটবল দলে।
1/5
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : ক্রিকেটে রিচা ঘোষের পর এবার ফুটবলে শিলিগুড়ির নতুন গর্ব! শহরের যুব ফুটবলার পাসাং দর্জি তামাং, যিনি সৌরভ তামাং নামেই পরিচিত, জায়গা করে নিয়েছেন ভারতের অনূর্ধ্ব–২৩ জাতীয় ফুটবল দলে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) সম্প্রতি ঘোষণা করেছে এই তালিকা, যেখানে সৌরভের নাম উঠে আসায় উচ্ছ্বসিত সমগ্র উত্তরবঙ্গের ক্রীড়া মহল।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : ক্রিকেটে রিচা ঘোষের পর এবার ফুটবলে শিলিগুড়ির গর্ব! শহরের ফুটবলার পাসাং দর্জি তামাং, যিনি সৌরভ তামাং নামেই পরিচিত, জায়গা করে নিয়েছেন ভারতের অনূর্ধ্ব–২৩ জাতীয় ফুটবল দলে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) সম্প্রতি ঘোষণা করেছে এই তালিকা, যেখানে সৌরভের নাম উঠে আসায় উচ্ছ্বসিত সমগ্র উত্তরবঙ্গের ক্রীড়া মহল।
advertisement
2/5
মাত্র ২১ বছর বয়সী এই তরুণ বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্টস–এর হয়ে খেলেন। আগামী ১৫ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে চলা ভারত–থাইল্যান্ড অনূর্ধ্ব–২৩ প্রীতি ম্যাচের দলে রয়েছেন তিনি। প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে সৌরভ ইতিমধ্যেই কলকাতায় জাতীয় কোচ নওশাদ মূসার তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছেন। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
মাত্র ২১ বছর বয়সী এই তরুণ বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্টস–এর হয়ে খেলেন। আগামী ১৫ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে চলা ভারত–থাইল্যান্ড অনূর্ধ্ব–২৩ প্রীতি ম্যাচের দলে রয়েছেন সৌরভ তামাং। প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে সৌরভ ইতিমধ্যেই কলকাতায় জাতীয় কোচ নওশাদ মূসার তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
প্রধাননগরের বাসিন্দা সৌরভের ফুটবলযাত্রা শুরু স্থানীয় ক্লাব থেকে। ধীরে ধীরে তাঁর দক্ষতা নজর কাড়ে রাজ্যস্তরের কোচদের। এএফসি–এর ‘এ’ লাইসেন্সধারী প্রশিক্ষক জয়ব্রত ঘোষ বলেন, “এই সাফল্য শুধু সৌরভের নয়, গোটা শিলিগুড়ির ফুটবলমহলের। নিয়মিত পারফরম্যান্সই তাকে জাতীয় দলে জায়গা করে দিয়েছে।” ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
প্রধাননগরের বাসিন্দা সৌরভের ফুটবলযাত্রা শুরু স্থানীয় ক্লাব থেকে। ধীরে ধীরে তাঁর দক্ষতা নজর কাড়ে রাজ্যস্তরের কোচদের। এএফসি–এর ‘এ’ লাইসেন্সধারী প্রশিক্ষক জয়ব্রত ঘোষ বলেন, “এই সাফল্য শুধু সৌরভের নয়, গোটা শিলিগুড়ির ফুটবলমহলের। নিয়মিত পারফরম্যান্সই তাকে জাতীয় দলে জায়গা করে দিয়েছে।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
এদিকে সৌরভ এখনও মহানন্দা স্পোর্টিং ক্লাব–এর হয়ে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। ক্রীড়া পরিষদের ফুটবল সম্পাদক সুমন ঘোষ বলেন, “এটা আমাদের শহরের জন্য গর্বের মুহূর্ত। আমরা খুব শিগগিরই তাকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সংবর্ধনা জানাব।” ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
এদিকে, সৌরভ এখনও মহানন্দা স্পোর্টিং ক্লাব–এর হয়ে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। ক্রীড়া পরিষদের ফুটবল সম্পাদক সুমন ঘোষ বলেন, “এটা আমাদের শহরের জন্য গর্বের মুহূর্ত। আমরা খুব শিগগিরই তাকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সংবর্ধনা জানাব।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
উত্তরবঙ্গের ফুটবলে সৌরভের সাফল্য যেন এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। তাঁর পাশাপাশি শিলিগুড়ির তুষার বিশ্বকর্মাও সম্প্রতি মোহনবাগানের রিজার্ভ টিমে জায়গা পেয়েছেন, আর জলপাইগুড়ির তনুশ্রী রায় খেলছেন ইন্ডিয়ান উইমেনস লিগে। খেলাধুলার এই ধারাবাহিক উত্থান প্রমাণ করে দিচ্ছে—শিলিগুড়ির তরুণরাও আজ ভারতের ক্রীড়ামঞ্চে স্বপ্নপূরণের পথে অগ্রসর। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
উত্তরবঙ্গের ফুটবলে সৌরভের সাফল্য যেন এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। তাঁর পাশাপাশি শিলিগুড়ির তুষার বিশ্বকর্মাও সম্প্রতি মোহনবাগানের রিজার্ভ টিমে জায়গা পেয়েছেন, আর জলপাইগুড়ির তনুশ্রী রায় খেলছেন ইন্ডিয়ান উইমেনস লিগে। খেলাধুলার এই ধারাবাহিক উত্থান প্রমাণ করে দিচ্ছে—শিলিগুড়ির তরুণরাও আজ ভারতের ক্রীড়ামঞ্চে স্বপ্নপূরণের পথে অগ্রসর। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement