Abhigyan Kundu : অনেকদিন পর ক্রিকেটে আবার বাঙালির দাদাগিরি! ১৯ বছরেই ১২৫টি সেঞ্চুরি! অভিজ্ঞান কি ভবিষ্যতের বিরাট?

Last Updated:
Abhigyan Kundu : সচিন তেন্ডুলকরের ক্রিকেট গুরু রমাকান্ত আচরেকরের ছাত্র চেতন। সেই চেতনের হাতেই তৈরি অভিজ্ঞান। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন অভিজ্ঞান। এর আগে গত মাসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও মালয়েশিয়ার বিরুদ্ধে ১২৫ বলে ২০৯ রান করেন তিনি।
1/6
যদি বলা হয়, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে সব থেকে চর্চা কাকে নিয়ে! অনেকেই হয়তো একটা নামই বলবেন! বৈভব সূর্যবংশী। ১৫ বছরের বিস্ময়বালকের তাবড় পারফরম্যান্সের আড়ালে ঢাকা পড়ে গিয়েছে আরও অনেক ক্রিকেটারের লড়াই।
যদি বলা হয়, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে সব থেকে চর্চা কাকে নিয়ে! অনেকেই হয়তো একটা নামই বলবেন! বৈভব সূর্যবংশী। ১৫ বছরের বিস্ময়বালকের তাবড় পারফরম্যান্সের আড়ালে ঢাকা পড়ে গিয়েছে আরও অনেক ক্রিকেটারের লড়াই।
advertisement
2/6
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু আরও এক ক্রিকেটার সবার নজর কাড়লেন। তবে এর আগে এশিয়া কাপ হোক বা তারও আগে একাধিক টুর্নামেন্ট, এই বাঙালি ক্রিকেটার কিছু ক্ষেত্রে বৈভবকেও ছাপিয়ে গিয়েছিলেন। আর সেই ক্রিকেটারকে নিয়েও এখন ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে চর্চা চলছে।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু আরও এক ক্রিকেটার সবার নজর কাড়লেন। তবে এর আগে এশিয়া কাপ হোক বা তারও আগে একাধিক টুর্নামেন্ট, এই বাঙালি ক্রিকেটার কিছু ক্ষেত্রে বৈভবকেও ছাপিয়ে গিয়েছিলেন। আর সেই ক্রিকেটারকে নিয়েও এখন ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে চর্চা চলছে।
advertisement
3/6
অনেকদিন পর আন্তজার্তিক ক্রিকেটে আবার এক বাঙালির দাপট। তিনি অভিজ্ঞান কুন্ডু। মুম্বইয়ের ছেলে তিনি। চেতন যাদবের ক্রিকেট অ্যাকাডেমিতে তৈরি হয়েছেন এই বাঙালি ক্রিকেটার। ১৯ বছরের মধ্যে ১২৫টি শতরান করে ফেলেছেন এই বাঙালি ক্রিকেটার!
অনেকদিন পর আন্তজার্তিক ক্রিকেটে আবার এক বাঙালির দাপট। তিনি অভিজ্ঞান কুন্ডু। মুম্বইয়ের ছেলে তিনি। চেতন যাদবের ক্রিকেট অ্যাকাডেমিতে তৈরি হয়েছেন এই বাঙালি ক্রিকেটার। ১৯ বছরের মধ্যে ১২৫টি শতরান করে ফেলেছেন এই বাঙালি ক্রিকেটার!
advertisement
4/6
সচিন তেন্ডুলকরের ক্রিকেট গুরু রমাকান্ত আচরেকরের ছাত্র চেতন। সেই চেতনের হাতেই তৈরি অভিজ্ঞান। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন অভিজ্ঞান। এর আগে গত মাসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও মালয়েশিয়ার বিরুদ্ধে ১২৫ বলে ২০৯ রান করেন তিনি।
সচিন তেন্ডুলকরের ক্রিকেট গুরু রমাকান্ত আচরেকরের ছাত্র চেতন। সেই চেতনের হাতেই তৈরি অভিজ্ঞান। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন অভিজ্ঞান। এর আগে গত মাসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও মালয়েশিয়ার বিরুদ্ধে ১২৫ বলে ২০৯ রান করেন তিনি। ফলে বৈভবের মতো আশ্চর্য প্রতিভাকে এখন টক্কর দিচ্ছেন এই বাঙালি ক্রিকেটার।
advertisement
5/6
অভিজ্ঞানের বাবা ইঞ্জিনিয়ার। মা চিকিৎসক। বাঙালি হলেও তাঁরা মুম্বইতে বসবাস করেন। ফলে মুম্বইয়ের ক্রিকেট সমাজের সঙ্গেই অভিজ্ঞান জড়িয়ে। ছাত্রের জন্য চেতন গর্বিত, আবার সতর্কও। কারণ চেতন চেয়েছিলেন, অভিজ্ঞান যেন জীবনের পাঠ নেয়! সম্ভ্রান্ত বাড়ির ছেলে হলেও অভিজ্ঞানের পা যেন মাটিতে থাকে! আর সেভাবেই ছাত্রকে তৈরি করছেন তিনি।
অভিজ্ঞানের বাবা ইঞ্জিনিয়ার। মা চিকিৎসক। বাঙালি হলেও তাঁরা মুম্বইতে বসবাস করেন। ফলে মুম্বইয়ের ক্রিকেট সমাজের সঙ্গেই অভিজ্ঞান জড়িয়ে। ছাত্রের জন্য চেতন গর্বিত, আবার সতর্কও। কারণ চেতন চেয়েছিলেন, অভিজ্ঞান যেন জীবনের পাঠ নেয়! সম্ভ্রান্ত বাড়ির ছেলে হলেও অভিজ্ঞানের পা যেন মাটিতে থাকে! আর সেভাবেই ছাত্রকে তৈরি করছেন তিনি।
advertisement
6/6
অনেকেই তাঁকে বলতে শুরু করেছেন ভবিষ্যতের কোহলি। তবে এসব তকমা দেওয়াটা যে এখনই ঠিক নয়, তা মনে করিয়ে দেন চেতন। অভিজ্ঞানের রানের খিদে, স্কিল, লড়াই করার ক্ষমতা চেতনকে আরও বেশি উদ্বুদ্ধ করে। এখন দেখার, এত বছর পর আরেক বাঙালি ক্রিকেটার কি বিশ্বজয় করতে পারবেন!
অনেকেই তাঁকে বলতে শুরু করেছেন ভবিষ্যতের কোহলি। তবে এসব তকমা দেওয়াটা যে এখনই ঠিক নয়, তা মনে করিয়ে দেন চেতন। অভিজ্ঞানের রানের খিদে, স্কিল, লড়াই করার ক্ষমতা চেতনকে আরও বেশি উদ্বুদ্ধ করে। এখন দেখার, এত বছর পর আরেক বাঙালি ক্রিকেটার কি বিশ্বজয় করতে পারবেন!
advertisement
advertisement
advertisement