Abhigyan Kundu : অনেকদিন পর ক্রিকেটে আবার বাঙালির দাদাগিরি! ১৯ বছরেই ১২৫টি সেঞ্চুরি! অভিজ্ঞান কি ভবিষ্যতের বিরাট?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Abhigyan Kundu : সচিন তেন্ডুলকরের ক্রিকেট গুরু রমাকান্ত আচরেকরের ছাত্র চেতন। সেই চেতনের হাতেই তৈরি অভিজ্ঞান। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন অভিজ্ঞান। এর আগে গত মাসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও মালয়েশিয়ার বিরুদ্ধে ১২৫ বলে ২০৯ রান করেন তিনি।
advertisement
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু আরও এক ক্রিকেটার সবার নজর কাড়লেন। তবে এর আগে এশিয়া কাপ হোক বা তারও আগে একাধিক টুর্নামেন্ট, এই বাঙালি ক্রিকেটার কিছু ক্ষেত্রে বৈভবকেও ছাপিয়ে গিয়েছিলেন। আর সেই ক্রিকেটারকে নিয়েও এখন ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে চর্চা চলছে।
advertisement
advertisement
সচিন তেন্ডুলকরের ক্রিকেট গুরু রমাকান্ত আচরেকরের ছাত্র চেতন। সেই চেতনের হাতেই তৈরি অভিজ্ঞান। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন অভিজ্ঞান। এর আগে গত মাসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও মালয়েশিয়ার বিরুদ্ধে ১২৫ বলে ২০৯ রান করেন তিনি। ফলে বৈভবের মতো আশ্চর্য প্রতিভাকে এখন টক্কর দিচ্ছেন এই বাঙালি ক্রিকেটার।
advertisement
অভিজ্ঞানের বাবা ইঞ্জিনিয়ার। মা চিকিৎসক। বাঙালি হলেও তাঁরা মুম্বইতে বসবাস করেন। ফলে মুম্বইয়ের ক্রিকেট সমাজের সঙ্গেই অভিজ্ঞান জড়িয়ে। ছাত্রের জন্য চেতন গর্বিত, আবার সতর্কও। কারণ চেতন চেয়েছিলেন, অভিজ্ঞান যেন জীবনের পাঠ নেয়! সম্ভ্রান্ত বাড়ির ছেলে হলেও অভিজ্ঞানের পা যেন মাটিতে থাকে! আর সেভাবেই ছাত্রকে তৈরি করছেন তিনি।
advertisement







