Ab DeVilliers Returning To Rcb: দারুন সুখবর, আইপিএলে ফিরছেন এবি ডিভিলিয়ার্স! বড় খবর ফাঁস করলেন বিরাট

Last Updated:
Ab DeVilliers Returning To Rcb: আবার দেখা যাবে মাঠের যে কোনও প্রান্তে বাউন্ডারি, ছক্কা। আইপিএলে ফিরছেন এবিডি।
1/6
কথায় কথায় শেষমেশ বড় খবর দিয়ে ফেললেন বিরাট কোহলি। আরসিবির জার্সিতে আবার আইপিএলে দেখা যাবে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি-কে।
কথায় কথায় শেষমেশ বড় খবর দিয়ে ফেললেন বিরাট কোহলি। আরসিবির জার্সিতে আবার আইপিএলে দেখা যাবে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি-কে।
advertisement
2/6
বিরাট কোহলির সঙ্গে এবি ডিভিলিয়ার্সের বন্ধুত্ব কারও অজানা নয়। সেই এবিডি আবার আরসিবিতে ফিরছেন। আর সেই খবর জানালেন খোদ কোহলি।
বিরাট কোহলির সঙ্গে এবি ডিভিলিয়ার্সের বন্ধুত্ব কারও অজানা নয়। সেই এবিডি আবার আরসিবিতে ফিরছেন। আর সেই খবর জানালেন খোদ কোহলি।
advertisement
3/6
আরসিবি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে বিরাট কোহলি কথা কথায় এবিডির ফিরে আসার খবর দিয়েছেন।
আরসিবি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে বিরাট কোহলি কথা কথায় এবিডির ফিরে আসার খবর দিয়েছেন।
advertisement
4/6
সব ধরণের ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন এবিডি। তাই এবার আইপিএলে তাঁর খেলার প্রশ্ন ছিল না। এবিডি যে অবসর ভেঙে ফিরছেন, তার ইঙ্গিত দিয়ে রাখলেন কোহলি। তবে এই মরশুমে নয়। এবিডি ফিরবেন পরের মরশুমে।
সব ধরণের ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন এবিডি। তাই এবার আইপিএলে তাঁর খেলার প্রশ্ন ছিল না। এবিডি যে অবসর ভেঙে ফিরছেন, তার ইঙ্গিত দিয়ে রাখলেন কোহলি। তবে এই মরশুমে নয়। এবিডি ফিরবেন পরের মরশুমে।
advertisement
5/6
এবিডিকে ফেরানোর তোরজোড় শুরু করে দিয়েছে আরসিবি। সে কথা কোহলির কথা শুনে পরিষ্কার। সব কিছু ঠিকঠাক থাকলে পরের বছর আবার আরসিবির হয়ে আইপিএল খেলবেন এবিডি।
এবিডিকে ফেরানোর তোরজোড় শুরু করে দিয়েছে আরসিবি। সে কথা কোহলির কথা শুনে পরিষ্কার। সব কিছু ঠিকঠাক থাকলে পরের বছর আবার আরসিবির হয়ে আইপিএল খেলবেন এবিডি।
advertisement
6/6
কোহলি এদিন নিজের অজান্তেই এত বড়ল খবর দিয়ে ফেলেছেন। পরে অবশ্য পরিস্থিতি হালকা করার চেষ্টা করেন তিনি। তবে ততক্ষণে এমন খবর পাঁচকান হয়ে যায়।
কোহলি এদিন নিজের অজান্তেই এত বড়ল খবর দিয়ে ফেলেছেন। পরে অবশ্য পরিস্থিতি হালকা করার চেষ্টা করেন তিনি। তবে ততক্ষণে এমন খবর পাঁচকান হয়ে যায়।
advertisement
advertisement
advertisement