T20 World Cup 2024: সুপার এইটে উঠলেও ৫ বড় চিন্তা টিম ইন্ডিয়ার! কোন পথে সমধান? উত্তর অজানা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
T20 World Cup 2024: লিগ পর্বে জয়ের হ্যাটট্রিক করে টি-২০ বিশ্বকাপের সুপার এইটে পৌছে গিয়েছে টিম ইন্ডিয়া। সামনে এবার কঠিন লড়াই। পরপর জয় পেলেও সুপার এইটে নামার আগে ৫টি চিন্তা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। যেগুলি দ্রুত শুধুরে নিতে না পারলে বড় ম্যাচে বিপদ বাড়বে।
advertisement
advertisement
বিরাট কোহলির অফ ফর্ম: টি-২০ বিশ্বকাপে প্রথম ৩ ম্যাচে বিরাট কোহলি দুই অঙ্কের স্কোরেও পৌছতে পারেননি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫ বলে ১ রান, পাকিস্তানের বিরুদ্ধে ৩ বলে ৪ রান এবং আমেরিকার বিরুদ্ধে প্রথম বলেই খাতা না খুলে প্যাভেলিয়নে ফিরেছেন বিরাট। ফলে সুপার এইটে কোহলির রানে ফেরার অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট থেকে ফ্যানেরা।
advertisement
রোহিত শর্মার ধারাবাহিকতার অভাব: প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। যদিও একাধিক জীবনদান পেয়েছিলেন তিনি। শেষ দুই ম্যাচে ভারত অধিনায়কের ব্যাটেও রান নেই। আইপিএলেও ব্যাটে রানের খরা ছিল রোহিতের। আইরিশদের বিরুদ্ধে রানে ফেরায় ফিরেছিল স্বস্তি। কিন্তু রোহিতের ধারাবাহিকতার অভাব চিন্তা বাড়াচ্ছে।
advertisement
শিবম দুবের ফর্ম: আইপিএলে সিএসকের বিরুদ্ধে মারকাটারি ব্যাটিং করে জাতীয় দলে ফিরেছেন শিবম দুবে। কিন্তু দেশের জার্সিতে চেনা ফর্মে পাওয়া যাচ্ছে না দুবেকে। আমেরিকার বিরুদ্ধে ৩১ রান করলেও আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে রান পাননি দুবে। সুপার এইট পর্বে দুবেকে মারকাটাপরি ছন্দে পাওয়া যাবে কিনা সেটাই দেখার।
advertisement
রবীন্দ্র জাদেজার বিশ্বাস হারানো: রবীন্দ্র জাদেজা কি রোহিত শর্মার বিশ্বাস হারিয়েছেন? কারণ দলের অভিজ্ঞ অলরাউন্ডার হওয়া সত্ত্বেও তাঁকে সঠিকভাবে ব্যবহার করছেন না রোহিত। আয়ারল্যান্ড ও পাকিস্তান ম্যাচ মিলিয়ে মাত্র ৩ ওভার বোলিং করেছেন। পাকিস্তান ম্যাচে শুধু ব্যাটিং পেলেও খাতা খুলতে পারেননি। কেন জেদাজেকে ব্যবহার করা হচ্ছে না? তা নিয়েও উঠছে প্রশ্ন।