ICC T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলে জোড়া সুখবর! শক্তি বাড়ছে টিম ইন্ডিয়ার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলে জোড়া সুখবর। ফলে শক্তি অনেকটাই বাড়তে চলেছে গৌতম গম্ভীরের দলের।
টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলে জোড়া সুখবর। ফলে শক্তি অনেকটাই বাড়তে চলেছে গৌতম গম্ভীরের দলের। টিম ইন্ডিয়ার টি-২০ ক্রিকেটে বর্তমানে মিডল অর্ডারে সবথেকে সেরা প্লেয়ার তিলক বর্মা দীর্ঘদিনের চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার পথে। বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্স, বেঙ্গালুরু থেকে তিনি খুব শিগগিরই খেলার ছাড়পত্র পেতে পারেন। জানা গেছে, শুক্রবার একটি অনুশীলন ম্যাচে তাঁকে খেলতে দেখা যাবে। পেটের অস্ত্রোপচারের পর তিনি নিয়মিত ট্রেনিং করছেন এবং তাঁর ফিটনেস নিয়ে টিম ম্যানেজমেন্ট আশাবাদী।
advertisement
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে তিলক বর্মার ভারতীয় দলে যোগ দেওয়ার কথা ছিল। তবে সেই সময়ে তিনি পুরোপুরি ফিট না থাকায় তাঁর জায়গায় শ্রেয়স আইয়ারকে দলে নেওয়া হয়। এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ৩ ফেব্রুয়ারি মুম্বইয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন তিলক। তাঁর প্রত্যাবর্তন ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করবে।
advertisement
তিলকের পাশাপাশি আরেকটি বড় সুখবর হলো অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের ফিটনেস আপডেট। হালকা চোটের কারণে তিনি কিছুদিন মাঠের বাইরে ছিলেন। বর্তমানে তিনি অনুশীলনে ব্যাটিং শুরু করেছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে বোলিংও শুরু করবেন। টিম ম্যানেজমেন্ট তাঁর উন্নতির দিকে নজর রাখছে এবং তাঁকে দ্রুত ম্যাচ ফিট করার চেষ্টা চলছে।
advertisement
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর ভারতীয় দল মুম্বইয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ভারতের প্রথম ম্যাচ হবে USA-এর বিরুদ্ধে। যদিও USA বা নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে সুন্দর খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়, তবে পরের ম্যাচগুলিতে তাঁর খেলার সম্ভাবনা প্রবল।
advertisement
ওয়াশিংটন সুন্দর ভারতীয় স্কোয়াডের একমাত্র অফ-স্পিনার হওয়ায় তাঁর গুরুত্ব অনেক বেশি। পাওয়ারপ্লেতে তাঁর বোলিং দলের জন্য খুবই কার্যকর হতে পারে। বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব মধ্য ওভার সামলাবেন। বিশেষ করে পিচ যদি ধীরগতির হয়, তাহলে সুন্দর দলের বড় অস্ত্র হয়ে উঠবেন। সব মিলিয়ে, তিলক ভার্মা ও ওয়াশিংটন সুন্দরের প্রত্যাবর্তন ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।








