বুথে বুথে মহিলাদের ভিড়, জমজমাট প্রথম দফার ভোট পর্ব

Last Updated:
বুথে বুথে মহিলাদের ভিড়, জমজমাট প্রথম দফার ভোট পর্ব
1/6
সকাল থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে জমজমাট ভোট ৷ লাইনে দাঁড়িয়েছেন প্রচুর মহিলা ভোটাররাও ৷
সকাল থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে জমজমাট ভোট ৷ লাইনে দাঁড়িয়েছেন প্রচুর মহিলা ভোটাররাও ৷
advertisement
2/6
পরিচয় পত্র সঙ্গে নিয়ে ভোটের লাইনে সকাল থেকেই মহিলারা ৷ লাইনে দাঁড়িেয় একটু গল্প ৷ আর সঙ্গে ভোট দেওয়ার প্রস্তুতি ৷
পরিচয় পত্র সঙ্গে নিয়ে ভোটের লাইনে সকাল থেকেই মহিলারা ৷ লাইনে দাঁড়িেয় একটু গল্প ৷ আর সঙ্গে ভোট দেওয়ার প্রস্তুতি ৷
advertisement
3/6
সকাল সকাল ঘুম থেকে উঠে, সেরে ফেলেছেন সংসারের কাজ ৷ তারপর সেজে গুজে ভোট দিতে বুথে এসে পড়েছেন পশ্চিম মেদিনীপুরের মহিলারা ৷
সকাল সকাল ঘুম থেকে উঠে, সেরে ফেলেছেন সংসারের কাজ ৷ তারপর সেজে গুজে ভোট দিতে বুথে এসে পড়েছেন পশ্চিম মেদিনীপুরের মহিলারা ৷
advertisement
4/6
হাতে পরিচয়পত্র ৷  উৎসাহ তুঙ্গে ৷ হালকা আড্ডার মেজাজে ভোটের লাইনে সকাল থেকেই পশ্মিম মেদিনীপুরের মহিলারা ৷
হাতে পরিচয়পত্র ৷ উৎসাহ তুঙ্গে ৷ হালকা আড্ডার মেজাজে ভোটের লাইনে সকাল থেকেই পশ্মিম মেদিনীপুরের মহিলারা ৷
advertisement
5/6
মাওবাদী সন্ত্রাস নিয়ে উত্তপ্ত ছিল পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল ৷ আজ এখানে শান্তি ৷ তাই তো নিশ্চিন্তে ভোট দিতে এসেছেন মহিলারা ৷
মাওবাদী সন্ত্রাস নিয়ে উত্তপ্ত ছিল পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল ৷ আজ এখানে শান্তি ৷ তাই তো নিশ্চিন্তে ভোট দিতে এসেছেন মহিলারা ৷
advertisement
6/6
ভোট চলছে শান্তিতে ৷ এগোচ্ছে লাইন ৷ রোদকে উপেক্ষা করে, সকাল সকাল ভোট দিতে হাজির হয়েছেন এলাকার মহিলারা ৷
ভোট চলছে শান্তিতে ৷ এগোচ্ছে লাইন ৷ রোদকে উপেক্ষা করে, সকাল সকাল ভোট দিতে হাজির হয়েছেন এলাকার মহিলারা ৷
advertisement
advertisement
advertisement