ভোটের লাইনে মহিলা ভোটারদের ভিড়
Last Updated:
সকাল থেকেই রাজ্যের ৩১ টি কেন্দ্রে চলছে নির্বাচন ৷ সকাল থেকেই দুর্গাপুর, আসানসোল, পশ্চিম মেদিনীপুরের বুথে বুথে লম্বা লাইন ৷ বাইরের গরমকে উপেক্ষা করে সকালেই ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন অজস্র মানুষ ৷ ঘরের কাজ সামলে, সকালেই ভোটার কার্ড হাতে লম্বা লাইনে ভিড়
সকাল থেকেই রাজ্যের ৩১ টি কেন্দ্রে চলছে নির্বাচন ৷ সকাল থেকেই দুর্গাপুর, আসানসোল, পশ্চিম মেদিনীপুরের বুথে বুথে লম্বা লাইন ৷ বাইরের গরমকে উপেক্ষা করে সকালেই ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন অজস্র মানুষ ৷ ঘরের কাজ সামলে, সকালেই ভোটার কার্ড হাতে লম্বা লাইনে ভিড় জমিয়েছেন মহিলারা ৷ সুন্দর সেজে গুজে, ভোটের উৎসবে অংশ নিয়ে খোশমেজাজে মহিলা ভোটাররা ৷ <br> বিধানসভা ভোটের প্রথম দফার দ্বিতীয় পর্ব ৷ প্রথম পর্বে ওঠা অভিযোগগুলি মাথায় রেখে দ্বিতীয় দফায় আরও কড়া নির্বাচন কমিশন ৷ নির্বাচন কমিশনের নজরদারিতে সোমবার শুরু হল প্রথম দফার দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ ৷ সোমবার ১১ এপ্রিল তিনটি জেলায় ৩১টি বিধানসভা কেন্দ্রে ৮৪৬৫টি বুথে মোট ১৬৩ জন প্রার্থীর পাশাপাশি দুই হেভিওয়েট জোট প্রার্থী সূর্যকান্ত মিশ্র এবং মানস ভুঁইঞারও ভাগ্য নির্ধারণ হবে ৷ পশ্চিম মেদিনীপুরের ১৩টি কেন্দ্রে, বাঁকুড়ার ৯টি ও বর্ধমানের ৯টি বিধানসভা কেন্দ্রে চলবে নির্বাচন ৷
advertisement
advertisement
advertisement