Wipha Effect Heavy Rain: বিশ্বাস না হলেও, চরম গরম কয়েক ঘণ্টায় হবে ভ্যানিশ, উইফার জেরে বঙ্গোপসাগরে ঘণীভূত মেগা নিম্নচাপ, ৫০ কিমি বেগে হাওয়া, আকাশ-বাতাস কাঁপানো বৃষ্টি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Wipha Effect Heavy Rain: আবহাওয়া বদলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
দিঘা: পশ্চিম মধ্য উত্তর-পশ্চিম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্নাবর্ত চিনের বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফা (WIPHA) র অবশিষ্ট অংশে জুড়ে উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় নতুন করে ঘূর্ণাবর্ত শক্তিশালী হবে। এই ঘূর্ণাবর্ত থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
বুধবার বিকেলের পর থেকেই আবহাওয়া বদল। আবহাওয়া বদলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, এদিন দুপুরের পর উত্তর বঙ্গোপসাগরে একটু ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্তটি একই জায়গায় অবস্থান করে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে বৃহস্পতিবার। বুধবার বিকেলের পর থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দক্ষিণবঙ্গে যেখানে আরও একবার নিম্নচাপের দুর্যোগে পূর্বাভাস সেখানে উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির সতর্কতা নেই। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার মূলত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
advertisement
advertisement
কাল মেঘে ঢাকা পড়বে আকাশ। মুক্ত পরিষ্কার আকাশ থাকায় রোদের তাপে বাড়ছে তাপমাত্রা। বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। দিঘা সহ জেলায় এদিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩ শতাংশ। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির কমলা সর্তকতা দিঘা সহ জেলায়। Input- Saikat Shee