Khejuri Wild Boar Attack: দিনের আলোয় জঙ্গল থেকে বেরিয়ে আঁচড়ে, কামড়ে দিচ্ছে 'সে', খেজুরিতে প্রবল আতঙ্ক

Last Updated:
Wild Baor Attack In Khejuri: খেজুরিতে এখন গোটা এলাকায় আতঙ্ক। রাতের অন্ধকারে নয়, দিনের আলোয় জঙ্গল থেকে বেরিয়ে আক্রমণ করছে এটি।
1/5
রাতের অন্ধকার নয়। দিনের আলোয় জঙ্গল থেকে বেরিয়ে এসে আক্রমণ করছে সে। খেজুরিতে এখন প্রবল আতঙ্ক। বন্য শূকরের দাপটে গ্রামবাসীরা তটস্থ। এলাকা থমথমে। -সুজিত ভৌমিকের রিপোর্ট
রাতের অন্ধকার নয়। দিনের আলোয় জঙ্গল থেকে বেরিয়ে এসে আক্রমণ করছে সে। খেজুরিতে এখন প্রবল আতঙ্ক। বন্য শূকরের দাপটে গ্রামবাসীরা তটস্থ। এলাকা থমথমে। -সুজিত ভৌমিকের রিপোর্ট
advertisement
2/5
শূকরের আক্রমণে এখনো পর্যন্ত আহত হয়েছে  ৯ জন গ্রামবাসী। এদের মধ্যে দুজন গুরুতর জখম হওয়ায় তাদের তমলুক জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতাল এবং কাঁথি মহকুমা হাসপাতালে।
শূকরের আক্রমণে এখনো পর্যন্ত আহত হয়েছে ৯ জন গ্রামবাসী। এদের মধ্যে দুজন গুরুতর জখম হওয়ায় তাদের তমলুক জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতাল এবং কাঁথি মহকুমা হাসপাতালে।
advertisement
3/5
স্থানীয় বাসিন্দারা জানান, খেজুরির উপকূলবর্তী ফরেস্ট এলাকা মেহেদিনগরের জঙ্গলপূর্ণ অঞ্চল থেকে বন্য শুকর বেরিয়ে লোকালয়ে চলে আসায় চরম বিপত্তিতে পড়েছেন গ্রামবাসীরা।  মঙ্গলবার সকালে পথ চলতি সাধারণ মানুষের ওপর শূকর আক্রমন চালায়।
স্থানীয় বাসিন্দারা জানান, খেজুরির উপকূলবর্তী ফরেস্ট এলাকা মেহেদিনগরের জঙ্গলপূর্ণ অঞ্চল থেকে বন্য শুকর বেরিয়ে লোকালয়ে চলে আসায় চরম বিপত্তিতে পড়েছেন গ্রামবাসীরা। মঙ্গলবার সকালে পথ চলতি সাধারণ মানুষের ওপর শূকর আক্রমন চালায়।
advertisement
4/5
খেজুরির দক্ষিণ কলাগেছিয়া, বটতলা, শিল্লাবেরিয়া, খড়ি পুকুরিয়া এলাকার বাসিন্দারাই মুলত  আক্রান্ত হয়েছে। খেজুরির শিল্লাবেরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রথমে সবাইকে ভর্তি করা হয়। পরে আঘাত গুরুতর হওয়ায় রেফার করা হয়েছে।
খেজুরির দক্ষিণ কলাগেছিয়া, বটতলা, শিল্লাবেরিয়া, খড়ি পুকুরিয়া এলাকার বাসিন্দারাই মুলত আক্রান্ত হয়েছে। খেজুরির শিল্লাবেরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রথমে সবাইকে ভর্তি করা হয়। পরে আঘাত গুরুতর হওয়ায় রেফার করা হয়েছে।
advertisement
5/5
বন্য শূকরের ভয়ে দিনের আলোতেও গ্রামবাসীরা বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। গোটা এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে।
বন্য শূকরের ভয়ে দিনের আলোতেও গ্রামবাসীরা বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। গোটা এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে।
advertisement
advertisement
advertisement