South 24 Parganas News: চাষের কাজের জন্য মাটি খুঁড়তেই চক্ষুচড়কগাছ! এ কী মিলল...? দেখেই আঁতকে উঠলেন সবাই
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
দক্ষিণ ২৪ পরগনায় আদিগঙ্গাকে কেন্দ্র করে জলপথে ব্যবসা বাণিজ্যের ব্যাপক বিস্তার ঘটেছিল একসময়। পনেরো শতকে শ্রীচৈতন্য নীলাচল যাত্রা করেছিলেন এই পথেই। তারও আগে যে এই পথে যাতায়ত ছিল, তারও প্রমাণ মিলেছে বিভিন্ন সময়।
advertisement
সম্প্রতি ওই এলাকায় চাষের কাজে সুবিধার জন্য নিচু জমি সমান করতে পাশের উঁচু জমি থেকে মাটি কাটা হচ্ছিল। সেই সময়েই একদিন মাটির নীচ থেকে একটি মাথার খুলি মেলে। কঙ্কাল উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশে এসে খুলিটি উদ্ধার করে নিয়ে যায়। এ দিকে ওই কঙ্কালের সঙ্গেই আরও কিছু টেরাকোটার জিনিসপত্র এবং নানা পাথরের টুকরোও পাওয়া যায় মাটির নীচ থেকে
advertisement
advertisement
advertisement
advertisement