Bizzare News: জালে ধরা পড়েছে বিশাল মাছ! ডাঙায় টেনে তুলতেই আতঙ্কের চরম শিহরণ, ও মা গো এটা কী

Last Updated:
Bizzare News: জাল ফেলতেই এ কী উঠে এল! এ তো কুমির নয়, এটা তাহলে কী?
1/5
মুর্শিদাবাদ: মাছ ধরার জালে আটকা পড়ে বিরাট সেই জীব। মাছ ভেবে ডাঙায় তুলতেই আতঙ্কিত হয়ে পড়েন মৎসজীবীরা। জালে জড়িয়ে পড়ায় পালাতে পারেনি এই জীবটি। মৎসজীবীরা জাল থেকে উদ্ধার করে নিয়ে আসে। দড়ি দিয়ে বেঁধে গ্রামে নিয়ে আসে। মাছের বদলে জালে উঠল ঘড়িয়াল। মাছের জাল ফেলতেই জালে উঠে এল বিশাল আকারের ঘড়িয়াল।ঘড়িয়ালটি দেখতে ভিড় জমায় আশেপাশের বহু মানুষ। এদিন ঘড়িয়াল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। Photo- Representative 
মুর্শিদাবাদ: মাছ ধরার জালে আটকা পড়ে বিরাট সেই জীব। মাছ ভেবে ডাঙায় তুলতেই আতঙ্কিত হয়ে পড়েন মৎসজীবীরা। জালে জড়িয়ে পড়ায় পালাতে পারেনি এই জীবটি। মৎসজীবীরা জাল থেকে উদ্ধার করে নিয়ে আসে। দড়ি দিয়ে বেঁধে গ্রামে নিয়ে আসে। মাছের বদলে জালে উঠল ঘড়িয়াল। মাছের জাল ফেলতেই জালে উঠে এল বিশাল আকারের ঘড়িয়াল।ঘড়িয়ালটি দেখতে ভিড় জমায় আশেপাশের বহু মানুষ। এদিন ঘড়িয়াল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। Photo- Representative
advertisement
2/5
দীর্ঘ চারদিন প্রতিক্ষার অবসান। অবশেষে ভরতপুরের বাবলা নদীতে উঠে এল মৎস্যজীবীদের জালে মেছো কুমির অর্থাৎ যা ঘড়িয়াল নামেই পরিচিত। ঘড়িয়াল উদ্ধার করতে গিয়ে দুটো জাল ছিড়ে গেছে। যদিও অবশেষে মৎস্যজীবীদের জালে উঠে আসে ঐ ঘড়িয়াল। পরে বনদফতরের হাতে তুলে দেওয়া হয় ঘড়িয়ালকে।
দীর্ঘ চারদিন প্রতিক্ষার অবসান। অবশেষে ভরতপুরের বাবলা নদীতে উঠে এল মৎস্যজীবীদের জালে মেছো কুমির অর্থাৎ যা ঘড়িয়াল নামেই পরিচিত। ঘড়িয়াল উদ্ধার করতে গিয়ে দুটো জাল ছিড়ে গেছে। যদিও অবশেষে মৎস্যজীবীদের জালে উঠে আসে ঐ ঘড়িয়াল। পরে বনদফতরের হাতে তুলে দেওয়া হয় ঘড়িয়ালকে।
advertisement
3/5
বর্তমানে ঘড়িয়ালটি মৎসজীবীদের হেফাজতেই রয়েছে। এ নদীতে আশেপাশের গ্রামের বাসিন্দারা নিয়মিত স্নান করেন বহু মানুষ এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ঘড়িয়াল উদ্ধারের ঘটনায় সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
বর্তমানে ঘড়িয়ালটি মৎসজীবীদের হেফাজতেই রয়েছে। এ নদীতে আশেপাশের গ্রামের বাসিন্দারা নিয়মিত স্নান করেন বহু মানুষ এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ঘড়িয়াল উদ্ধারের ঘটনায় সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
advertisement
4/5
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, মুর্শিদাবাদের ভরতপুরে বাবলা নদীতে হঠাৎই ঘড়িয়ালকে দেখতে পাওয়া যায় সম্প্রতি। বারবার ঘড়িয়ালকে নজরে রাখা হয় গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে। তবে তাকে কেও আঘাত যাতে কেও না করে তার জন্য নজর ছিল সকলের।
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, মুর্শিদাবাদের ভরতপুরে বাবলা নদীতে হঠাৎই ঘড়িয়ালকে দেখতে পাওয়া যায় সম্প্রতি। বারবার ঘড়িয়ালকে নজরে রাখা হয় গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে। তবে তাকে কেও আঘাত যাতে কেও না করে তার জন্য নজর ছিল সকলের।
advertisement
5/5
যদিও বন দফতর ঘড়িয়ালকে তারা ধরতে না পারলেও গ্রামের বাসিন্দারা তারা উদ্ধার করে। মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের জালে উঠে আসে সেই ঘড়িয়াল। যদিও এখনও আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। পরে বন দফতরের হাতে তুলে দেন ঘড়িয়ালকে গ্রামের বাসিন্দারা। Input- Kaushik Adhikary
যদিও বন দফতর ঘড়িয়ালকে তারা ধরতে না পারলেও গ্রামের বাসিন্দারা তারা উদ্ধার করে। মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের জালে উঠে আসে সেই ঘড়িয়াল। যদিও এখনও আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। পরে বন দফতরের হাতে তুলে দেন ঘড়িয়ালকে গ্রামের বাসিন্দারা। Input- Kaushik Adhikary
advertisement
advertisement
advertisement