মহারাষ্ট্র থেকে আসছিল লঙ্কা বোঝাই ট্রাক! বাংলায় ঢুকতেই অঘটন, সরু গাছই প্রাণ বাঁচাল চালক-খালাসির

Last Updated:
সামান্য সরু একটি গাছ। সেই গাছই বাঁচিয়ে দিল দুজনের প্রাণ। বড়সড় বিপদ থেকে রক্ষা পেল চালক এবং খালাসি। মূলত সড়কের ধারে ভাঙন এবং বিভিন্ন ধরনের বড় দুর্ঘটনা এড়াতে সামান্য গাছ অত্যন্ত উপযোগী বলে মনে করছে ওয়াকিবহালমহল।
1/6
সামান্য সরু একটি গাছ। সেই গাছই বাঁচিয়ে দিল দুজনের প্রাণ। বড়সড় বিপদ থেকে রক্ষা পেল চালক এবং খালাসি। মূলত সড়কের ধারে ভাঙন এবং বিভিন্ন ধরনের বড় দুর্ঘটনা এড়াতে সামান্য গাছ অত্যন্ত উপযোগী বলে মনে করছে ওয়াকিবহালমহল। সাতসকালে এক ভয়ঙ্কর বিপদ এড়িয়ে দিল কয়েকটি গাছ।<br />(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)" width="1500" height="1000" /> সামান্য সরু একটি গাছ। সেই গাছই বাঁচিয়ে দিল দুজনের প্রাণ। বড়সড় বিপদ থেকে রক্ষা পেল চালক এবং খালাসি। মূলত সড়কের ধারে ভাঙন এবং বিভিন্ন ধরনের বড় দুর্ঘটনা এড়াতে সামান্য গাছ অত্যন্ত উপযোগী বলে মনে করছে ওয়াকিবহালমহল। সাতসকালে এক ভয়ঙ্কর বিপদ এড়িয়ে দিল কয়েকটি গাছ।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
2/6
সপ্তাহে প্রথম দিন সকালে জাতীয় সড়কের পাশে উল্টে গেল একটি কাঁচা লঙ্কা বোঝায় লরি। বালেশ্বর থেকে খড়গপুরগামী ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা শ্যামপুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিং ভেঙে উল্টে যায়। যদিও বরাত জোরে বেঁচে যায় চালক এবং খালালি। আঘাত সামান্য হলেও তাদের বাঁচিয়ে দেয় সামান্য গাছ।<br />(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)" width="1500" height="1000" /> সপ্তাহে প্রথম দিন সকালে জাতীয় সড়কের পাশে উল্টে গেল একটি কাঁচা লঙ্কা বোঝায় লরি। বালেশ্বর থেকে খড়গপুরগামী ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা শ্যামপুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিং ভেঙে উল্টে যায়। যদিও বরাত জোরে বেঁচে যায় চালক এবং খালালি। আঘাত সামান্য হলেও তাদের বাঁচিয়ে দেয় সামান্য গাছ।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
3/6
মহারাষ্ট্র থেকে কাঁচা লঙ্কা বোঝাই করে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে বনগাঁ যাচ্ছিল এই লরিটি। হঠাৎই বেলদার জাতীয় সড়কে যাওয়ার সময় চালকের ঘুম ধরে যাওয়ার কারণে সজোরে ব্রেক কষতেই নিয়ন্ত্রণ হারায় চালক। জাতীয় সড়কের পাশে রেলিং ভেঙে উল্টে যায়। তবে জাতীয় সড়কের পাশে থাকা সামান্য সরু গাছে আটকে যায় গাড়িটি। স্বাভাবিকভাবে বড় বিপদ থেকে রক্ষা পান চালক এবং খালাসি। গাড়ির খালাসি মুনু পাত্র বলেন, রাস্তা দিয়ে আসার সময় চালকের ঘুম আসায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুজনেরই চোট লেগেছে। চালক ভর্তি বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে।<br />(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)" width="1500" height="1000" /> মহারাষ্ট্র থেকে কাঁচা লঙ্কা বোঝাই করে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে বনগাঁ যাচ্ছিল এই লরিটি। হঠাৎই বেলদার জাতীয় সড়কে যাওয়ার সময় চালকের ঘুম ধরে যাওয়ার কারণে সজোরে ব্রেক কষতেই নিয়ন্ত্রণ হারায় চালক। জাতীয় সড়কের পাশে রেলিং ভেঙে উল্টে যায়। তবে জাতীয় সড়কের পাশে থাকা সামান্য সরু গাছে আটকে যায় গাড়িটি। স্বাভাবিকভাবে বড় বিপদ থেকে রক্ষা পান চালক এবং খালাসি। গাড়ির খালাসি মুনু পাত্র বলেন, রাস্তা দিয়ে আসার সময় চালকের ঘুম আসায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুজনেরই চোট লেগেছে। চালক ভর্তি বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
4/6
যদিও এই ঘটনার পর বৃক্ষছেদন নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশপ্রেমীরা। পরিবেশপ্রেমী ববিতা সিং বলেন, জাতীয় সড়কের ধারে থাকা একটি সামান্য সরু গাছ এদিনের এই বড় ঘটনা এড়িয়ে দিয়েছে। একদিকে যেমন বড় দুর্ঘটনা এড়িয়েছে সামান্য একটি গাছ, তেমনই জাতীয় সড়ক ভাঙন রোধেও সহযোগিতা করে এই গাছগুলো। প্রশাসনের আরও তৎপরতার সঙ্গে জাতীয় সড়কের ধারে বৃক্ষরোপণ করা উচিত।<br />(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)" width="1500" height="1000" /> যদিও এই ঘটনার পর বৃক্ষছেদন নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশপ্রেমীরা। পরিবেশপ্রেমী ববিতা সিং বলেন, জাতীয় সড়কের ধারে থাকা একটি সামান্য সরু গাছ এদিনের এই বড় ঘটনা এড়িয়ে দিয়েছে। একদিকে যেমন বড় দুর্ঘটনা এড়িয়েছে সামান্য একটি গাছ, তেমনই জাতীয় সড়ক ভাঙন রোধেও সহযোগিতা করে এই গাছগুলো। প্রশাসনের আরও তৎপরতার সঙ্গে জাতীয় সড়কের ধারে বৃক্ষরোপণ করা উচিত।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
5/6
দীর্ঘ বেশ কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে বনগাঁ পৌঁছানোর কথা ছিল এই লরিটির। লরির পেছনে ছিল বেশ কয়েক কুইন্টাল কাঁচা লঙ্কা। স্বাভাবিকভাবে বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে সকলে। ঘটনাস্থলে বেলদা থানার পুলিশ পৌঁছে আহত চালককে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
দীর্ঘ বেশ কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে বনগাঁ পৌঁছানোর কথা ছিল এই লরিটির। লরির পেছনে ছিল বেশ কয়েক কুইন্টাল কাঁচা লঙ্কা। স্বাভাবিকভাবে বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে সকলে। ঘটনাস্থলে বেলদা থানার পুলিশ পৌঁছে আহত চালককে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
6/6
নিত্যদিন জাতীয় সড়কে ঘটছে একাধিক ছোট বড় দুর্ঘটনা। কখনও বাস দুর্ঘটনা আবার কখনও বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হচ্ছে সাধারন মানুষের। তবে এবার সপ্তাহের প্রথম দিন সকালে এমন এক ভয়ঙ্কর ঘটনা সেই জাতীয় সড়কে। ঘটনাস্থলে বেলদা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই দুর্ঘটনা গ্রস্থ গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ।<br />(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)" width="1500" height="1000" /> নিত্যদিন জাতীয় সড়কে ঘটছে একাধিক ছোট বড় দুর্ঘটনা। কখনও বাস দুর্ঘটনা আবার কখনও বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হচ্ছে সাধারন মানুষের। তবে এবার সপ্তাহের প্রথম দিন সকালে এমন এক ভয়ঙ্কর ঘটনা সেই জাতীয় সড়কে। ঘটনাস্থলে বেলদা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই দুর্ঘটনা গ্রস্থ গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement