সরকারি যোজনায় 'ফাঁকি'! প্রবল বৃষ্টিতে হঠাৎ... সাতসকালে সাংঘাতিক দৃশ্য, কাদের পকেটে যাচ্ছে প্রকল্পের টাকা?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
রাস্তা ধসে বিশাল গর্ভ। গ্রামীণ সড়ক যোজনার অধীনে তৈরি হওয়া রাস্তা অল্প কয়েক বছরের মধ্যেই বেহাল হয়ে পড়েছে।
<strong>দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ</strong> পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের তেমুহানি স্টিল বীজ থেকে মলিঘাটি পর্যন্ত গ্রামীণ সড়ক যোজনার পিচ রাস্তায় ভয়াবহ ধস নেমে এসেছে। সেকেন্দারি পোস্ট অফিসের আগে বারাসাত মোড়ে হঠাৎ করেই রাস্তায় বড় গর্ত তৈরি হয়। একটানা বৃষ্টির জেরে মাটি নরম হয়ে গিয়ে এই ধস নামায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় গ্রামাঞ্চলে।
advertisement
এই রাস্তা দিয়েই প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মজীবী মানুষ, ছোট-বড় যানবাহন—সবাইকে এই পথের ওপরেই নির্ভর করতে হয়। কিন্তু হঠাৎ ধস নামার পর এখন কার্যত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
স্থানীয় বাসিন্দা অনিল জানা জানিয়েছেন, “রাস্তার মাঝখানে এত বড় গর্ত তৈরি হয়েছে যে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা হতে পারে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে বড় বিপদ ঘটবে।” এলাকাবাসীর ক্ষোভ, গ্রামীণ সড়ক যোজনার অধীনে তৈরি হওয়া এই রাস্তা অল্প কয়েক বছরের মধ্যেই বেহাল হয়ে পড়েছে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
advertisement
advertisement