সরকারি যোজনায় 'ফাঁকি'! প্রবল বৃষ্টিতে হঠাৎ... সাতসকালে সাংঘাতিক দৃশ্য, কাদের পকেটে যাচ্ছে প্রকল্পের টাকা?

Last Updated:
রাস্তা ধসে বিশাল গর্ভ। গ্রামীণ সড়ক যোজনার অধীনে তৈরি হওয়া রাস্তা অল্প কয়েক বছরের মধ্যেই বেহাল হয়ে পড়েছে।
1/6
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের তেমুহানি স্টিল বীজ থেকে মলিঘাটি পর্যন্ত গ্রামীণ সড়ক যোজনার পিচ রাস্তায় ভয়াবহ ধস নেমে এসেছে। সেকেন্দারি পোস্ট অফিসের আগে বারাসাত মোড়ে হঠাৎ করেই রাস্তায় বড় গর্ত তৈরি হয়। একটানা বৃষ্টির জেরে মাটি নরম হয়ে গিয়ে এই ধস নামায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় গ্রামাঞ্চলে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
<strong>দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ</strong> পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের তেমুহানি স্টিল বীজ থেকে মলিঘাটি পর্যন্ত গ্রামীণ সড়ক যোজনার পিচ রাস্তায় ভয়াবহ ধস নেমে এসেছে। সেকেন্দারি পোস্ট অফিসের আগে বারাসাত মোড়ে হঠাৎ করেই রাস্তায় বড় গর্ত তৈরি হয়। একটানা বৃষ্টির জেরে মাটি নরম হয়ে গিয়ে এই ধস নামায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় গ্রামাঞ্চলে।
advertisement
2/6
এই রাস্তা দিয়েই প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মজীবী মানুষ, ছোট-বড় যানবাহন—সবাইকে এই পথের ওপরেই নির্ভর করতে হয়। কিন্তু হঠাৎ ধস নামার পর এখন কার্যত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
এই রাস্তা দিয়েই প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মজীবী মানুষ, ছোট-বড় যানবাহন—সবাইকে এই পথের ওপরেই নির্ভর করতে হয়। কিন্তু হঠাৎ ধস নামার পর এখন কার্যত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
3/6
স্থানীয় বাসিন্দা অনিল জানা জানিয়েছেন, “রাস্তার মাঝখানে এত বড় গর্ত তৈরি হয়েছে যে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা হতে পারে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে বড় বিপদ ঘটবে।” এলাকাবাসীর ক্ষোভ, গ্রামীণ সড়ক যোজনার অধীনে তৈরি হওয়া এই রাস্তা অল্প কয়েক বছরের মধ্যেই বেহাল হয়ে পড়েছে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
স্থানীয় বাসিন্দা অনিল জানা জানিয়েছেন, “রাস্তার মাঝখানে এত বড় গর্ত তৈরি হয়েছে যে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা হতে পারে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে বড় বিপদ ঘটবে।” এলাকাবাসীর ক্ষোভ, গ্রামীণ সড়ক যোজনার অধীনে তৈরি হওয়া এই রাস্তা অল্প কয়েক বছরের মধ্যেই বেহাল হয়ে পড়েছে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
4/6
এলাকার মানুষজনের দাবি, একটানা ভারী বৃষ্টির জেরেই রাস্তায় এই ভাঙন দেখা দিয়েছে। নরম মাটির নিচ দিয়ে জল সরে গিয়ে আস্তে আস্তে রাস্তাটিকে ফাঁপা করে তোলে। তার ফলেই হঠাৎ করে মাঝ রাস্তায় ধস নেমেছে। ফলে পথচলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকেরা এখন চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
এলাকার মানুষজনের দাবি, একটানা ভারী বৃষ্টির জেরেই রাস্তায় এই ভাঙন দেখা দিয়েছে। নরম মাটির নিচ দিয়ে জল সরে গিয়ে আস্তে আস্তে রাস্তাটিকে ফাঁপা করে তোলে। তার ফলেই হঠাৎ করে মাঝ রাস্তায় ধস নেমেছে। ফলে পথচলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকেরা এখন চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
5/6
প্রতিদিনই বহু বাইক ও ছোট গাড়ি এই রাস্তায় চলাচল করে। বড়সড় ধসের কারণে যেকোনো সময় গাড়ি দুর্ঘটনার শিকার হতে পারে। এমনকি পথচারীরাও এখন ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে হাঁটছেন। এলাকার মানুষ প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন যাতে অবিলম্বে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
প্রতিদিনই বহু বাইক ও ছোট গাড়ি এই রাস্তায় চলাচল করে। ধসের কারণে যেকোনো সময় গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি পথচারীরাও এখন ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে হাঁটছেন। এলাকার মানুষ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, যাতে অবিলম্বে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
6/6
প্রশাসনের কাছে স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি—ধস মেরামতের কাজ যেন অবিলম্বে শুরু হয়। তা না হলে যেকোনো দিন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এবং প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থে এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
প্রশাসনের কাছে স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি, ধস মেরামতের কাজ যেন অবিলম্বে শুরু হয়। তা না হলে যেকোনো দিন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এবং প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থে এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
advertisement
advertisement