West Bengal Weather: নবমী থেকেই বাড়বে বৃষ্টি! রবি-সোমে বড় দুর্যোগের ইঙ্গিত, রাজ্যের আবহাওয়া পূর্বাভাস...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Weather: ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সর্তকতা ঘোষণা করল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে বাড়বে বৃষ্টি।
রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত। ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সর্তকতা ঘোষণা করল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে বাড়বে বৃষ্টি। আজ ও কাল রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। উপকূলের জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। দশমীতে দিনভর মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। Photo : Representative
advertisement
advertisement
advertisement
পূর্ব-মধ্য আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু উপকূলেও। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর আন্দামান সাগরে। এই ঘূর্ণাবর্তটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি করবে। নিম্নচাপ তৈরি হয়ে সেটি ২৪ ঘন্টার মধ্যে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে অবস্থান করবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত পরিষ্কার আকাশ। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গ জুড়ে। রবি ও সোমবার এ ভারী বৃষ্টির সর্তকতা। উত্তরবঙ্গের মালদা ও দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
পুজোর আবহাওয়া। ★বৃহস্পতিবার 14 ই অক্টোবর : নবমীর দিন দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কিছুটা বাড়বে। কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই সাত জেলার কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে পরিষ্কার আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা কম।
advertisement
★শুক্রবার ১৫ ই অক্টোবর : দশমীর দিন দক্ষিণবঙ্গ জুড়ে দিনভর দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪পরগনা এই সাত জেলার বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা বৃষ্টি।
advertisement
★শনিবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টি বাড়বে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে রবি ও সোমবারে। দক্ষিণ-পূর্ব বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। প্রভাবে প্রবল বৃষ্টি ও সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সর্তকতা থাকবে বেশ কয়েকটি জেলায়। সঙ্গে ৪০কিমি পর্যন্ত ঝোড়ো হাওয়ার দাপট।