West Bengal Weather Forecast : নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় বিদ্ধ দক্ষিণ ২৪ পরগনা, সমুদ্র উত্তাল, মৎসজীবীদের জন্য চূড়ান্ত সতর্কতা...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Forecast : আবহাওয়ার পূর্বাভাস মতো তুমুল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দক্ষিণ বঙ্গে।
advertisement
advertisement
সমুদ্র উত্তাল থাকায় আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। অন্যদিকে টানা বৃষ্টি আর সমুদ্রের উপচে জল ঢুললো দিঘা শহরে। দিঘার রাস্তাঘাট জুড়ে জল দাঁড়িয়ে গেছে। জলমগ্ন হয়ে পড়েছে সৈকত শহরের রাস্তা। জলমগ্ন রাস্তায় চলছে গাড়ি। দুর্ভোগে পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা, সকলেই।
advertisement
advertisement
এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আগামী তিন-চারদিন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও অন্ধ্রপ্রদেশ উপকূলে এলাকার উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে আগামী তিন-চারদিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
গতকালের পর আজ মঙ্গলবারও দিনভর দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা (West Bengal Weather News ) রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Office)পূর্বাভাস অনুযায়ী উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Rain Forecast) হবে।