Howrah Bardhaman Local Train Cancelled: ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া বর্ধমান মেন ও কর্ড লাইনে লোকাল ট্রেন পরিষেবা স্তব্ধ

Last Updated:
Howrah Bardhaman Local Train Cancelled: আগামী কয়েকদিন কয়েক জোড়া হাওড়া বর্ধমান লোকাল ট্রেন বন্ধ থাকবে
1/25
আগামী কয়েকদিন হাওড়া বর্ধমান কর্ড ও মেন সেকশানে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে ৷ প্রতীকী ছবি ৷
আগামী কয়েকদিন হাওড়া বর্ধমান কর্ড ও মেন সেকশানে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/25
জানতে পারা গিয়েছে ৩-১৩ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত বাতিল থাকবে বেশ কয়েক জোড়া লোকাল ট্রেন ৷ প্রতীকী ছবি ৷
জানতে পারা গিয়েছে ৩-১৩ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত বাতিল থাকবে বেশ কয়েক জোড়া লোকাল ট্রেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/25
ফলত হাতেগোণা বেশ কয়েকটি ট্রেনই চলবে এই কয়েকটি দিন ৷ সংক্ষিপ্ত করা হবে বয়েকটি ট্রেনের যাত্রাপথও ৷ প্রতীকী ছবি ৷
ফলত হাতেগোণা বেশ কয়েকটি ট্রেনই চলবে এই কয়েকটি দিন ৷ সংক্ষিপ্ত করা হবে বয়েকটি ট্রেনের যাত্রাপথও ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/25
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে হাওড়া বর্ধমান শাখার শক্তিগড়, রসুলপুরে থার্ড লাইনের কাজ চলছে, সেই জন্য কর্ড ও মেন লাইনে ট্রাফিক পাওয়ার ব্লক থাকবে ৷ প্রতীকী ছবি ৷
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে হাওড়া বর্ধমান শাখার শক্তিগড়, রসুলপুরে থার্ড লাইনের কাজ চলছে, সেই জন্য কর্ড ও মেন লাইনে ট্রাফিক পাওয়ার ব্লক থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/25
১৫ ঘণ্টা পর্যন্ত সেই ট্রাফিকের মেয়াদ ৷ ফলত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া বর্ধমান শাখায় কার্যত ট্রেন চলাচল স্তব্ধ থাকবে ৷ প্রতীকী ছবি ৷
১৫ ঘণ্টা পর্যন্ত সেই ট্রাফিকের মেয়াদ ৷ ফলত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া বর্ধমান শাখায় কার্যত ট্রেন চলাচল স্তব্ধ থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/25
৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত ট্রেন নম্বর ৩১১৫১-এ যাত্রা ব্যান্ডেলে শেষ হবে। ব্যান্ডেল থেকে চলবে ৩১১৫২ । প্রতীকী ছবি ৷
৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত ট্রেন নম্বর ৩১১৫১-এ যাত্রা ব্যান্ডেলে শেষ হবে। ব্যান্ডেল থেকে চলবে ৩১১৫২ । প্রতীকী ছবি ৷
advertisement
7/25
ব্যান্ডেল থেকে ৩৭৭৮১, হাওড়া থেকে ০৩০৫১ ও বর্ধমান থেকে ৩৭৭৮৪ ও ০৩০৫২ বাতিল থাকবে। ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর, ২০২২, খবর পূর্ব রেল সূত্রে । প্রতীকী ছবি ৷
ব্যান্ডেল থেকে ৩৭৭৮১, হাওড়া থেকে ০৩০৫১ ও বর্ধমান থেকে ৩৭৭৮৪ ও ০৩০৫২ বাতিল থাকবে। ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর, ২০২২, খবর পূর্ব রেল সূত্রে । প্রতীকী ছবি ৷
advertisement
8/25
আগামী কযেকদিন হাওড়া বর্ধমান কর্ড ও মেন লাইনে যে যে যে লোকাল ট্রেনগুলি সম্পূর্ণ ভাবে চলবে, একনজরে দেখে নেওয়া যাক ৷ প্রতীকী ছবি ৷
আগামী কযেকদিন হাওড়া বর্ধমান কর্ড ও মেন লাইনে যে যে যে লোকাল ট্রেনগুলি সম্পূর্ণ ভাবে চলবে, একনজরে দেখে নেওয়া যাক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/25
হাওড়া বর্ধমান মেন লাইনের আপ ও ডাউন যে যে ট্রেনগুলি বাতিল থাকছে: ৩৭৮১৮, ৩৭৮২০, ৩৭৮২৬, ৩৭৮২৮, ৩৭৮৩২, ৩৭৮৫০, ৩৭৮৫২, ৩৭৮৫৪, ৭৮১৩, ৩৭৮১৭, ৩৭৮২১, ৩৭৮৩৯, ৩৭৮৪১, ৩৭৮৪৭ এবং ৩৭৮৫১ ৷ প্রতীকী ছবি ৷
হাওড়া বর্ধমান মেন লাইনের আপ ও ডাউন যে যে ট্রেনগুলি বাতিল থাকছে: ৩৭৮১৮, ৩৭৮২০, ৩৭৮২৬, ৩৭৮২৮, ৩৭৮৩২, ৩৭৮৫০, ৩৭৮৫২, ৩৭৮৫৪, ৭৮১৩, ৩৭৮১৭, ৩৭৮২১, ৩৭৮৩৯, ৩৭৮৪১, ৩৭৮৪৭ এবং ৩৭৮৫১ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/25
হাওড়া বর্ধমান কর্ড লাইনের আপ ও ডাউন যে যে ট্রেনগুলি বাতিল থাকছে: ৩৬৮২০, ৩৬৮২৬, ৩৬৮৩০, ৩৬৮৩২, ৩৬৮৫০, ৩৬৮৫৪, ৩৬৮৬০, ৩৬৮১৫, ৩৬৮১৯, ৩৬৮২১, ৩৬৮৩১, ৩৬৮৩৫, ৩৬৮৪৯ এবং ৩৬৮৫১ । প্রতীকী ছবি ৷
হাওড়া বর্ধমান কর্ড লাইনের আপ ও ডাউন যে যে ট্রেনগুলি বাতিল থাকছে: ৩৬৮২০, ৩৬৮২৬, ৩৬৮৩০, ৩৬৮৩২, ৩৬৮৫০, ৩৬৮৫৪, ৩৬৮৬০, ৩৬৮১৫, ৩৬৮১৯, ৩৬৮২১, ৩৬৮৩১, ৩৬৮৩৫, ৩৬৮৪৯ এবং ৩৬৮৫১ । প্রতীকী ছবি ৷
advertisement
11/25
হাওড়া বর্ধমান মেন লাইনে যে সমস্ত ট্রেনের যাত্রাপথ সংক্ষিত করা হয়েছে সেগুলি হল ৷ প্রতীকী ছবি ৷
হাওড়া বর্ধমান মেন লাইনে যে সমস্ত ট্রেনের যাত্রাপথ সংক্ষিত করা হয়েছে সেগুলি হল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/25
আপ ট্রেনের বিস্তারিত বিবরণ, ৩৭৮১৯ (মেমারিতে সকাল ৮.৪১), ৩৭৮২৫ (মেমারিতে সকাল ১১.৫২), ৩৭৮৩১ (মেমারিতে বিকেল ৪.০৪), ৩৭৮৩৫ (মেমারিতে বিকেল ৪.৩৮), ৩৭৮৪৫ (মেমারিতে সন্ধে ৭.৪৫) এবং ৩৭৮৫৩ (মেমারিতে রাত ১০.১৬) লোকাল মেমারি পর্যন্ত চলাচল করবে । ৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর, ২০২২ (৫ সেপ্টেম্বর, ২০২২ ছাড়া) পর্যন্ত এই ট্রেনগুলি চলবে । প্রতীকী ছবি ৷
আপ ট্রেনের বিস্তারিত বিবরণ, ৩৭৮১৯ (মেমারিতে সকাল ৮.৪১), ৩৭৮২৫ (মেমারিতে সকাল ১১.৫২), ৩৭৮৩১ (মেমারিতে বিকেল ৪.০৪), ৩৭৮৩৫ (মেমারিতে বিকেল ৪.৩৮), ৩৭৮৪৫ (মেমারিতে সন্ধে ৭.৪৫) এবং ৩৭৮৫৩ (মেমারিতে রাত ১০.১৬) লোকাল মেমারি পর্যন্ত চলাচল করবে । ৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর, ২০২২ (৫ সেপ্টেম্বর, ২০২২ ছাড়া) পর্যন্ত এই ট্রেনগুলি চলবে । প্রতীকী ছবি ৷
advertisement
13/25
ডাউন ট্রেনের বিস্তারিত বিবরণ, ৩৭৮৩০, ৩৭৮৩৬ এবং ৩৭৮৪২ লোকাল ট্রেন মেমারি থেকে ছাড়বে। সকাল ৯.১২ ছাড়বে, ডাউন ৩৭৮৩০ লোকাল। ডাউন ৩৭৮৩৬ লোকাল বেলা ১২.৫১ মেমারি থেকে ছাড়বে। বিকেল ০৪.৫৬-এ ছাড়বে ডাউন ৩৭৮৪২ লোকাল । প্রতীকী ছবি ৷
ডাউন ট্রেনের বিস্তারিত বিবরণ, ৩৭৮৩০, ৩৭৮৩৬ এবং ৩৭৮৪২ লোকাল ট্রেন মেমারি থেকে ছাড়বে। সকাল ৯.১২ ছাড়বে, ডাউন ৩৭৮৩০ লোকাল। ডাউন ৩৭৮৩৬ লোকাল বেলা ১২.৫১ মেমারি থেকে ছাড়বে। বিকেল ০৪.৫৬-এ ছাড়বে ডাউন ৩৭৮৪২ লোকাল । প্রতীকী ছবি ৷
advertisement
14/25
এছাড়াও তিনটি হাওড়াগামী তিনটি স্পেশ্যাল ট্রেন সংযুক্ত করা হয়েছে এই সূচিতে- বিকেল ০৪.৩০, রাত ৮.০৫, ও রাত ১০.৪০-এ মেমারি থেকে ছাড়বে। ৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর, ২০২২, (৫ সেপ্টেম্বর ছাড়া) পর্যন্ত এই ট্রেনগুলি চলবে । প্রতীকী ছবি ৷
এছাড়াও তিনটি হাওড়াগামী তিনটি স্পেশ্যাল ট্রেন সংযুক্ত করা হয়েছে এই সূচিতে- বিকেল ০৪.৩০, রাত ৮.০৫, ও রাত ১০.৪০-এ মেমারি থেকে ছাড়বে। ৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর, ২০২২, (৫ সেপ্টেম্বর ছাড়া) পর্যন্ত এই ট্রেনগুলি চলবে । প্রতীকী ছবি ৷
advertisement
15/25
হাওড়া বর্ধমান কর্ড লাইনে যে সমস্ত ট্রেনের যাত্রাপথ সংক্ষিত করা হয়েছে সেগুলি হল ৷ প্রতীকী ছবি ৷
হাওড়া বর্ধমান কর্ড লাইনে যে সমস্ত ট্রেনের যাত্রাপথ সংক্ষিত করা হয়েছে সেগুলি হল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement