কাঠফাটা গরমে স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে আসছে...কোথায়, কবে? আবহাওয়ার বড় আপডেট!

Last Updated:
West Bengal Latest Rain Forecast till 7th April: দক্ষিণবঙ্গে দাবদাহের মাঝেই স্বস্তির বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও ৭ এপ্রিল পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকবে এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই, তবে কিছু জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে।
1/9
Generated image দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথায়, কবে নামবে এই স্বস্তির বর্ষণ? গরম কি আদৌ কমবে? দেখে নেওয়া যাক বিস্তারিত আবহাওয়া পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথায়, কবে নামবে এই স্বস্তির বর্ষণ? গরম কি আদৌ কমবে? দেখে নেওয়া যাক বিস্তারিত আবহাওয়া পূর্বাভাস।
advertisement
2/9
গরমের দাপট বাড়ছে দক্ষিণবঙ্গে। দুপুরের তীব্র রোদ, ভ্যাপসা গরম আর শুষ্ক বাতাসের কারণে জনজীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকায় অস্বস্তি আরও বাড়ছে। তবে এর মধ্যেই মিলতে পারে কিছুটা স্বস্তি।
গরমের দাপট বাড়ছে দক্ষিণবঙ্গে। দুপুরের তীব্র রোদ, ভ্যাপসা গরম আর শুষ্ক বাতাসের কারণে জনজীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকায় অস্বস্তি আরও বাড়ছে। তবে এর মধ্যেই মিলতে পারে কিছুটা স্বস্তি।
advertisement
3/9
উত্তরবঙ্গের আবহাওয়া:  ২ ও ৩ এপ্রিল উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।  
৪ এপ্রিল দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা।  
৫ এপ্রিল উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে।  
৬ এপ্রিল ফের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে।  
৭ এপ্রিল উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া: ২ ও ৩ এপ্রিল উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। ৪ এপ্রিল দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা। ৫ এপ্রিল উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। ৬ এপ্রিল ফের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে। ৭ এপ্রিল উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
4/9
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস:  ২ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রামে বজ্রপাত-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ও পূর্ব মেদিনীপুরে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে, এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস: <strong>২ এপ্রিল:</strong> দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রামে বজ্রপাত-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ও পূর্ব মেদিনীপুরে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে, এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে।
advertisement
5/9
৩ এপ্রিল দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে।
<strong>৩ এপ্রিল:</strong> দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে।
advertisement
6/9
৪ এপ্রিল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।  ৫ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

৬ এপ্রিল বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে।  

৭ এপ্রিল কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি।
<strong>৪ এপ্রিল-</strong> উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। <strong>৫ এপ্রিল-</strong> দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
advertisement
7/9
৬ এপ্রিল- বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। ৭ এপ্রিল কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি।
<strong>৬ এপ্রিল-</strong> বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। <strong>৭ এপ্রিল-</strong> কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি।
advertisement
8/9
২ এবং ৩ এপ্রিল উত্তরবঙ্গের আবহওয়া শুষ্কই থাকবে। এরপর ৪ এপ্রিল দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। ৫ এপ্রিল ফের উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। ৬ এপ্রিল ফের বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে। তারপর ৭ এপ্রিল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই। এর মধ্যে তাপমাত্রার বড় রকমের কোনও হেরফের হবে না উত্তরবঙ্গে।
২ এবং ৩ এপ্রিল উত্তরবঙ্গের আবহওয়া শুষ্কই থাকবে। এরপর ৪ এপ্রিল দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। ৫ এপ্রিল ফের উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। ৬ এপ্রিল ফের বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে। তারপর ৭ এপ্রিল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই। এর মধ্যে তাপমাত্রার বড় রকমের কোনও হেরফের হবে না উত্তরবঙ্গে।
advertisement
9/9
তবে, উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
তবে, উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
advertisement
advertisement