কাঠফাটা গরমে স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে আসছে...কোথায়, কবে? আবহাওয়ার বড় আপডেট!
- Published by:Tias Banerjee
Last Updated:
West Bengal Latest Rain Forecast till 7th April: দক্ষিণবঙ্গে দাবদাহের মাঝেই স্বস্তির বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও ৭ এপ্রিল পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকবে এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই, তবে কিছু জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে।
advertisement
advertisement
উত্তরবঙ্গের আবহাওয়া: ২ ও ৩ এপ্রিল উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। ৪ এপ্রিল দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা। ৫ এপ্রিল উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। ৬ এপ্রিল ফের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে। ৭ এপ্রিল উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস: <strong>২ এপ্রিল:</strong> দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রামে বজ্রপাত-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ও পূর্ব মেদিনীপুরে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে, এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে।
advertisement
advertisement
advertisement
advertisement
২ এবং ৩ এপ্রিল উত্তরবঙ্গের আবহওয়া শুষ্কই থাকবে। এরপর ৪ এপ্রিল দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। ৫ এপ্রিল ফের উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। ৬ এপ্রিল ফের বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে। তারপর ৭ এপ্রিল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই। এর মধ্যে তাপমাত্রার বড় রকমের কোনও হেরফের হবে না উত্তরবঙ্গে।
advertisement