Weekend Travel Destination: খরচ নামমাত্র! একদিনের ছুটিতে ঘুরে আসতে পারবেন, থাকুন স্থানীয়দের সঙ্গে
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
ঘোরার জন্য হাতে একদিন সময়। তবে ঘুরে দেখুন পিংলার পটগ্রাম। থাকুন হোমস্টেতে খরচ খরচা জেনে নিন বিস্তারিত
ঘুরতে যেতে কমবেশি সকলেই পছন্দ করেন। শীত থাকুক কিংবা বর্ষা, এমনকি গরমের ছুটিতেও পরিবার-পরিজনদের নিয়ে একটু ঘুরে আসা চিন্তা করেন সকলে। একঘেয়েমি সেই নদী পাহাড় কিংবা সমুদ্র নয়, ঘুরে দেখতে পারেন শিল্পের এই গ্রাম। অসাধারণ শিল্পকলা, ছোট্ট মিউজিয়াম, শতাধিক শিল্পীদের হাতের কাজ এমনকি সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ মন ভালকরে দেবে আপনার। তাই যারা এই গ্রীষ্মের ছুটিতে কিংবা আগামীতে ঘুরে আসার প্ল্যান করছেন তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন এই গ্রাম। (রঞ্জন চন্দ)
advertisement
পশ্চিম মেদনীপুর জেলার পিংলার নয়া গ্রাম বিখ্যাত পট শিল্পীদের জন্য। এই গ্রামে শতাধিক পটুয়াদের বসবাস। সকাল থেকে সন্ধ্যা রং তুলির আঁচড় কেটে তারা ফুটিয়ে তোলেন নানান চিত্র। সামাজিক হোক কিংবা পৌরাণিক, পটুয়া দের হাতে কাগজের উপর রঙের ছোঁয়ায় যেন প্রাণবন্ত হয়ে ওঠে সেই ছবি। সবুজে ঘেরা সাজানো শৈল্পিক এই গ্রামে এলে মন ভালহবে। এসে ঘুরে দেখা যেমন সহজ, একদিন থেকে পটুয়াদের জীবনযাত্রা, তাদের শিল্পকর্ম পটে ছবি আঁকা, উপভোগ করতে পারবেন।
advertisement
শুধু তাই নয়, গোটা গ্রামের বাড়ির দেওয়াল জুড়ে নানান ছবি। বাড়িতে বাড়িতে আঁকা হচ্ছে পট। এছাড়াও পট শিল্পী বাহাদুর চিত্রকর নিজের বাড়িতেই তৈরি করেছেন একটি পুরনো জিনিসের সম্ভারের মিউজিয়াম। যা আপনাকে নিয়ে যাবে অতীতের স্মৃতিতে। রয়েছে নানান পুরোনবই, ডোকরা, কাঠ মাটির নানান জিনিস। রয়েছে পুরোনদিনের ব্যবহৃত জিনিসও।
advertisement
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়া গ্রামে আসা বেশ সহজ। হাওড়া থেকে ট্রেনে চেপে বালিচক স্টেশনে নামলেই সেখান থেকেই ট্রেকার, অটো কিংবা বাসপথে ময়না রুটে কিছুটা এলেই পড়বে এই গ্রাম। বালিচক থেকে পট গ্রাম বললে পৌঁছে দেবে ছোট গাড়িও। শুধু তাই নয় পিংলার এই গ্রামে আসা পর্যটকদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের উদ্যোগে গড়ে তোলা হয়েছে হোমস্টে। যেখানে এক রাত থাকার জন্য দিতে হবে ৫০০ টাকা। অন্যদিকে খাওয়া-থাকা মিলিয়ে মোট খরচ পড়বে ১০০০ টাকা।
advertisement
পিংলার পট গ্রামের গুগল লোকেশন - https://maps.app.goo.gl/MNsMLnvzBBwTDAqW8
স্বাভাবিকভাবে যারা ঘুরতে যেতে ভালোবাসেন তারা একদিনের ছুটিতে ঘুরে দেখতে পারেন পিংলার এই গ্রাম। শুধু ঘুরে দেখা নয়, পটুয়ারা শিখিয়েও দেবেন কীভাবে পটে ছবি আঁকতে হয় কিংবা পট সম্পর্কে খুঁটিনাটি। তবে একদিন ঘুরে দেখতেই পারে এই গ্রাম।