West Bengal Weather Update : আবহাওয়ার বড় খবর, বৃষ্টি আর কতদিন? শীতের খোঁজ দিল হাওয়া অফিস
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal Weather Update : পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
পুরুলিয়া: সরে গিয়েছে ঘন কালো মেঘ। বৃষ্টি এক প্রকার বিদায় নিচ্ছে দক্ষিণের সমস্ত জেলা থেকে। দক্ষিণের অন্যতম জেলা পুরুলিয়া জেলাতে ঝলমলে আকাশ দেখতে পাওয়া গিয়েছে। ঝলমলে রোদ উঠেছে জেলায়। এদিন সকাল থেকে হালকা ঠাণ্ডাবাতাস বইতে দেখা গেলেও কালো মেঘ অনেকখানি সরে গিয়েছে। (প্রতিবেদন: শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
ধীরে ধীরে বাড়ছে ঠাণ্ডার আমেজ। এদিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। বৃষ্টি কেটে যাওয়ার পরেই শীতের প্রভাব পড়তে শুরু করছে জেলা পুরুলিয়া এমনটাই পূর্বাভাস মিলেছে। (প্রতিবেদন: শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
টানা ৩ থেকে ৪ দিন বৃষ্টির দাপট চলার পর অবশেষে রেহাই মিলেছে। দক্ষিণের জেলাগুলিতে ফের আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে দেখা যাচ্ছে। দক্ষিণের কিছু জেলা এখনও পর্যন্ত মেঘে ঢাকা থাকলেও বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে আরও বাড়বে ঠাণ্ডা। গোটা রাজ্যেই তাপমাত্রার পতন লক্ষ্য করা যাবে। (প্রতিবেদন: শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ফের ১৫ ডিগ্রির ঘরে নামবে রাতের তাপমাত্রা। আপাতত আসন্ন শীতের পথে আর বাধা নেই। আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে বাঁকুড়া , পুরুলিয়া , পশ্চিম বর্ধমান , পূর্ব বর্ধমান সহ অন্যান্য জেলাগুলিতে শীতের আমের যথেষ্ট উপভোগ করা যাবে এমনটাই মনে করা হচ্ছে। (প্রতিবেদন: শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
advertisement









