South Bengal Weather Report: বড়দিনের পরেই আবহাওয়ার বিরাট পরিবর্তন, জেনে নিন ওয়েদারের মেগা আপডেট
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Purulia News :শীত পড়তে না পড়তেই ফের আবহাওয়া পরিবর্তনের বিরাট ইঙ্গিত । কেমন থাকছে জেলা পুরুলিয়া!
রাজ্যে বেশ কিছুদিন জাঁকিয়ে পড়েছিল শীত। ঠাণ্ডায় কাবু হয়েছিল দক্ষিণবঙ্গের মানুষ। বড়দিনের উৎসবে মেতে উঠতে না উঠতেই কার্যত বিদায় নিতে শুরু করেছে শীত। দক্ষিণের পুরুলিয়া জেলার চিত্রটাও একই রকম। কনকনে শীতের আনন্দ উপভোগ করার মাঝেই কিছুটা ছন্দপতন হয়েছে পুরুলিয়া জেলাতেও। (রিপোর্টার-শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
advertisement
হঠাৎ করেই দক্ষিণবঙ্গ থেকে কার্যত উধাও হয়েছে শীত। দক্ষিণবঙ্গ থেকে রীতিমত শীতের দাপট কমেছে। দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার পারদ কম থাকায় শীতের আমেজ চুটিয়ে উপভোগ করতে পারছে না দক্ষিণবঙ্গের মানুষ। দক্ষিণের পুরুলিয়া , বাঁকুড়া , পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান, মেদিনীপুর , বীরভূম , জেলাগুলিতে ঠাণ্ডার দাপট বেশ খানিকটা কমেছে বিগত দিনের তুলনায়। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
advertisement