Weather News: দক্ষিণ ২৪ পরগনাকে হিংসে করবে সব জেলা! শুধু বৃষ্টি নয়, সঙ্গে মিলল উপড়ি পাওনাও

Last Updated:
Weather News: দুপুরে আসা হঠাৎ বৃষ্টিতে অনেকেই ভিজতে বের হন। এই অযাচিত বৃষ্টিতে খুশির জোয়ার বইছে জেলায়।
1/5
এ যেন সোনায় সোহাগা। দক্ষিণ ২৪ পরগনার একাংশে সোমবার দুপুরে হঠাৎ নামে বৃষ্টি। মিনিট পনেরোর বৃষ্টির পর আকাশে দেখা যায় অপরূপ সৌন্দর্য। দেখা দেয় ডবল রামধনু। (প্রতিবেদন: নবাব মল্লিক)
এ যেন সোনায় সোহাগা। দক্ষিণ ২৪ পরগনার একাংশে সোমবার দুপুরে হঠাৎ নামে বৃষ্টি। মিনিট পনেরোর বৃষ্টির পর আকাশে দেখা যায় অপরূপ সৌন্দর্য। দেখা দেয় ডবল রামধনু। (প্রতিবেদন: নবাব মল্লিক)
advertisement
2/5
দুপুরে আসা হঠাৎ বৃষ্টিতে অনেকেই ভিজতে বের হন। এই অযাচিত বৃষ্টিতে খুশির জোয়ার বইছে জেলায়। মূলত নদীতীরবর্তী এলাকায় এই বৃষ্টি হয়েছে। তবে জেলার বাকি অংশে তীব্র গরম অনুভত হচ্ছে এখনও। (প্রতিবেদন: নবাব মল্লিক)
দুপুরে আসা হঠাৎ বৃষ্টিতে অনেকেই ভিজতে বের হন। এই অযাচিত বৃষ্টিতে খুশির জোয়ার বইছে জেলায়। মূলত নদীতীরবর্তী এলাকায় এই বৃষ্টি হয়েছে। তবে জেলার বাকি অংশে তীব্র গরম অনুভত হচ্ছে এখনও। (প্রতিবেদন: নবাব মল্লিক)
advertisement
3/5
জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ১০ দিন এমন আবহাওয়া থাকবে। তারপর থেকে বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। তবে বিক্ষিপ্তভাবে আজকের মত বৃষ্টি হতে পারে অনেক জায়গায়। (প্রতিবেদন: নবাব মল্লিক)
জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ১০ দিন এমন আবহাওয়া থাকবে। তারপর থেকে বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। তবে বিক্ষিপ্তভাবে আজকের মত বৃষ্টি হতে পারে অনেক জায়গায়। (প্রতিবেদন: নবাব মল্লিক)
advertisement
4/5
আপাতত সেই আশাতেই দিন কাটাচ্ছেন স্থানীয়রা। দুপুরের বৃষ্টির সময় আকাশ ঘন কালো মেঘে ঢেকে আসে। সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। ফলে কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষজন। (প্রতিবেদন: নবাব মল্লিক)
আপাতত সেই আশাতেই দিন কাটাচ্ছেন স্থানীয়রা। দুপুরের বৃষ্টির সময় আকাশ ঘন কালো মেঘে ঢেকে আসে। সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। ফলে কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষজন। (প্রতিবেদন: নবাব মল্লিক)
advertisement
5/5
তবে আপাতত গরম কমার কোনও সম্ভাবনা নেই। হাঁসফাঁস অবস্থার মধ‍্যে কাটাতে হবে আরও কিছুদিন। তবে আজকের এই বৃষ্টি কিছুটা হলেও হাসি ফুটিয়েছে সাধারণ মানুষজনের মুখে। এখন অপেক্ষা কবে আবার নামে বারিধারা। (প্রতিবেদন: নবাব মল্লিক)
তবে আপাতত গরম কমার কোনও সম্ভাবনা নেই। হাঁসফাঁস অবস্থার মধ‍্যে কাটাতে হবে আরও কিছুদিন। তবে আজকের এই বৃষ্টি কিছুটা হলেও হাসি ফুটিয়েছে সাধারণ মানুষজনের মুখে। এখন অপেক্ষা কবে আবার নামে বারিধারা। (প্রতিবেদন: নবাব মল্লিক)
advertisement
advertisement
advertisement