Weather Update: ৭ ডিগ্রি নামল পারদ, কালিম্পংয়ের থেকেও হাড়কাঁপানো ঠান্ডা কল্যাণীতে, রাতে কলকাতায় কত নামবে? এল আবহাওয়ার মেগা আপডেট
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Weather Update: এবছর রেকর্ড শীত বাংলায়৷ কালিম্পংয়ের থেকে কম তাপমাত্রা কল্যাণীতে। শিলিগুড়িকে হারিয়ে তাপমাত্রায় অনেক নিচে নেমেছে সিউড়ি। আজ কালিম্পং-এ ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং নদীয়ার কল্যাণীতে ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা।
advertisement
advertisement
advertisement
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে ফের হাড়কাঁপানো ঠান্ডা পড়বে। নতুন করে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ। দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, জানিয়েছে হাওয়া অফিস। তার পরের তিন থেকে চার দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। আপাতত আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই-চার ডিগ্রি নীচে থাকবে। উত্তরবঙ্গেও তাপমাত্রা কমবে। আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি পারদপতনের সম্ভাবনা রয়েছে উত্তরে।
advertisement
advertisement
কনকনে ঠান্ডার স্পেল শুরু। কলকাতায় ১০ ডিগ্রিতে পারদ। আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস নীচে। কলকাতায় মরশুমের শীতলতম দিন। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল সর্বনিম্ন তাপমাত্রা। তবে জানুয়ারি মাসে কলকাতায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই প্রথম নয়। এর নীচেও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড রয়েছে।
advertisement
কলকাতায় জানুয়ারি মাসের সর্বকালীন রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৮৯৯ সালে। ২০১৩ সালে ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০০৩ সালের ২২ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। সর্বনিম্ন তাপমাত্রা সেদিন ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
প্রায় শীতল দিনের মতো পরিস্থিতি। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে। একই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪.৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকলে শীতল দিনের পরিস্থিতি হয়। কলকাতায় গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস নীচে ছিল। আজ, মঙ্গলবারও সেইরকম পরিস্থিতি।
advertisement
আজ, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে। কাজেই শীতল দিনের মতো পরিস্থিতি আজ থাকবে শহরে। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস কম।








