RG Kar Protest: লাদাখের দুর্গম শৃঙ্গ জয় করে 'জাস্টিস'-র জন্য আওয়াজ তুললেন পর্বতারোহীরা, দেখুন ছবিতে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
RG Kar Protest: লাদাখের ৬৪০০ মিটারের পর্বত শিখর কাঙ ইয়াৎসে ১ শৃঙ্গে সফল আরোহণ করেন বাংলার কামারহাটি ট্রেকার্স অ্যাসোসিয়েশনের ৩ জনের পর্বতারোহী দল।
*'জাস্টিস ফর আরজি কর', লাদাখের দুর্গম পর্বত শৃঙ্গেও এবার এই দাবি তুললেন পর্বতারোহীরা। জানা গিয়েছে, লাদাখের ৬৪০০ মিটারের পর্বত শিখর কাঙ ইয়াৎসে ১ শৃঙ্গে সফল আরোহণ করেন বাংলার কামারহাটি ট্রেকার্স অ্যাসোসিয়েশনের ৩ জনের পর্বতারোহী দল। সেই দলে থাকা সদস্যরাই ওই পর্বত শৃঙ্গ জয়ের পর জাতীয় পতাকা-সহ নিজেদের সংগঠনের পতাকার পাশাপাশি রাজ্যে ঘটে যাওয়া চিকিৎসক তরুনীর নৃশংস হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে 'উই ওয়ান্ট জাস্টিস' পোস্টার হাতে তুলে প্রতিবাদ জানান।
advertisement
*রাজ্যে ঘটে যাওয়া এই নক্কারজনক ঘটনার প্রতিবাদ সর্বোচ্চ শৃঙ্গ থেকে করলে যদি প্রশাসনের নজরে আসে সেই লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানান ওই পর্বত আরোহন দলের সদস্যরা। প্রদীপ চক্রবর্তীর নেতৃত্বে কামারহাটি ট্রেকার্স অ্যাসোসিয়েশনের ছ'জনের দলটি লাদাখের কাঙ ইয়াৎসে শৃঙ্গ অভিযানে যান। দুর্গম পথ হওয়ায় ক্লাইম্বিং করেই উঠতে হয় পর্বত আরোহীদের।
advertisement
*প্রথমে দিল্লি থেকে লে হয়ে তারা পৌঁছন, সেখান থেকেই দলের সদস্যরা কাঙ ইয়াৎসে বেস ক্যাম্পে উঠেন। তবে পর্বতের শিখর চূড়ায় শেষ পর্যন্ত পৌঁছন দলের মাত্র তিনজন সদস্য। রণদীপ অধিকারী, বিশ্বজিত বিশ্বাস ও শম্পা ওঁরাও। এক্সপিডিশনের দিন ভোরে কাঙ ইয়াৎসে প্রথম শৃঙ্গ ছুঁতে সক্ষম হন ওই তিন পর্বতারোহীদল। এরপরই সেখানে দাঁড়িয়ে সঙ্গে করে নিয়ে যাওয়া 'উই ওয়ান্ট জাস্টিস' লেখা পোস্টার তুলে ধরে জানান প্রতিবাদ। যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে হয় ব্যাপক ভাইরাল।
advertisement
*পর্বত আরোহী দলের অন্যতম সদস্য রণদীপ অধিকারী জানান, একজন শিল্পী যেমন তার শিল্পসত্বাকে ব্যবহার করে প্রতিবাদে সামিল হচ্ছেন তেমনই পর্বত আরোহনকারীরা, পর্বত শৃঙ্গকে সঙ্গী করেই এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানাবে এটাই স্বাভাবিক। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে শিখর চূড়ায় পৌঁছেছিলাম আমরা। এই প্রতিবাদের ভাষা যাতে প্রশাসনের কান পর্যন্ত পৌঁছয় সেটাই ছিল আমাদের লক্ষ্য।
advertisement