ভোট দেবে নানুরের সাঁওতাল গ্রাম

Last Updated:
ভোলেনি পুরনো কথা ৷ ভুলে যায়নি ঘর ছেড়ে আকাশের তলায় কাটানো সেই রাতগুলো ৷ তবুও ভোট দেবে বীরভূমের নানুরের সাঁওতাল গ্রাম ‘বিদ্যাধরপুর’ ৷ অনেক অত্যাচার দেখেছে এই গোটা গ্রাম ৷ শুধু গরমে তেঁতে নয়, রাগে, ক্ষোভে উত্তেজিত বিদ্যাধরী গ্রাম ৷
1/6
ভোলেনি পুরনো কথা ৷ ভুলে যায়নি ঘর ছেড়ে আকাশের তলায় কাটানো সেই রাতগুলো ৷ তবুও ভোট দেবে বীরভূমের নানুরের সাঁওতাল গ্রাম ‘বিদ্যাধরপুর’ ৷ অনেক অত্যাচার দেখেছে এই গোটা গ্রাম ৷ শুধু গরমে তেঁতে নয়, রাগে, ক্ষোভে উত্তেজিত বিদ্যাধরী গ্রাম ৷ তবুও হাসি মুখে এখনও আশা করে সুদিনের ৷ শুধুমাত্র সংখ্যালঘু অদিবাসীদের তালিকায় নাম লেখানো নয়, তাঁরা চাইছেন, সুবিচার, উন্নয়ন ৷ তাই তো সেই আশাতে ভোট দেবেন বিদ্যাধরীর মানুষ ৷ কী ঘটেছিল বিদ্যাধরী গ্রামে? ক্ষোভ কীসের?
ভোলেনি পুরনো কথা ৷ ভুলে যায়নি ঘর ছেড়ে আকাশের তলায় কাটানো সেই রাতগুলো ৷ তবুও ভোট দেবে বীরভূমের নানুরের সাঁওতাল গ্রাম ‘বিদ্যাধরপুর’ ৷ অনেক অত্যাচার দেখেছে এই গোটা গ্রাম ৷ শুধু গরমে তেঁতে নয়, রাগে, ক্ষোভে উত্তেজিত বিদ্যাধরী গ্রাম ৷ তবুও হাসি মুখে এখনও আশা করে সুদিনের ৷ শুধুমাত্র সংখ্যালঘু অদিবাসীদের তালিকায় নাম লেখানো নয়, তাঁরা চাইছেন, সুবিচার, উন্নয়ন ৷ তাই তো সেই আশাতে ভোট দেবেন বিদ্যাধরীর মানুষ ৷ কী ঘটেছিল বিদ্যাধরী গ্রামে? ক্ষোভ কীসের?
advertisement
2/6
সবে তখন মসনদে এসেছে তৃণমূল সরকার ৷ একে একে উন্নয়নের পথে হাঁটছে গোটা রাজ্য ৷ ঠিক এমনই সময়, বিদ্যাধরী গ্রামে পড়ল বিল্ডারদের লোভি চোখ ৷ কেড়ে নিতে হবে এই গ্রামকে ৷ উদ্দেশ্য ছিল আবাসন তৈরি হবে, এই গ্রামকে সরিয়ে !
সবে তখন মসনদে এসেছে তৃণমূল সরকার ৷ একে একে উন্নয়নের পথে হাঁটছে গোটা রাজ্য ৷ ঠিক এমনই সময়, বিদ্যাধরী গ্রামে পড়ল বিল্ডারদের লোভি চোখ ৷ কেড়ে নিতে হবে এই গ্রামকে ৷ উদ্দেশ্য ছিল আবাসন তৈরি হবে, এই গ্রামকে সরিয়ে !
advertisement
3/6
প্রতিবাদ করেছিল গোটা গ্রাম ৷ মুখ খুলেছিল অত্যাচারের বিরুদ্ধে ৷ কিন্তু শেষমেশ পাড়েনি ৷ গায়ে পড়ে প্রশাসনের লাঠির আঘাত ৷ গ্রেফতার হয় গ্রামের প্রায় ১১জন মানুষ ৷ দোষ একটাই, নিজেদের গ্রামকে বকিয়ে দিতে চায়নি তাঁরা ৷
প্রতিবাদ করেছিল গোটা গ্রাম ৷ মুখ খুলেছিল অত্যাচারের বিরুদ্ধে ৷ কিন্তু শেষমেশ পাড়েনি ৷ গায়ে পড়ে প্রশাসনের লাঠির আঘাত ৷ গ্রেফতার হয় গ্রামের প্রায় ১১জন মানুষ ৷ দোষ একটাই, নিজেদের গ্রামকে বকিয়ে দিতে চায়নি তাঁরা ৷
advertisement
4/6
ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রচুর মানুষ ৷ রাত-বিরেতে শুরু হত অত্যাচার ৷ ভয়ে ঘর ছেড়ে রাতের পর রাত কাটিয়েছিলেন এই গ্রামের মানুষ ৷
ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রচুর মানুষ ৷ রাত-বিরেতে শুরু হত অত্যাচার ৷ ভয়ে ঘর ছেড়ে রাতের পর রাত কাটিয়েছিলেন এই গ্রামের মানুষ ৷
advertisement
5/6
সবুজপত্র নামের এক আবাসন হওয়ার কথা ছিল বিদ্যাধরী গ্রামে ৷ প্রকৃতির কোলে সাজানো এই গ্রামকেই ব্যবসার জন্য বেছে নিয়েছিলেন কিছু মানুষ ৷
সবুজপত্র নামের এক আবাসন হওয়ার কথা ছিল বিদ্যাধরী গ্রামে ৷ প্রকৃতির কোলে সাজানো এই গ্রামকেই ব্যবসার জন্য বেছে নিয়েছিলেন কিছু মানুষ ৷
advertisement
6/6
এখন শান্ত বিদ্যাধরী গ্রাম ৷ তবে ভোলেনি পুরনো ক্ষত ৷ আঘাত নিয়েই ১৭ এপ্রিল ভোটের লাইনে দাঁড়াবেন বিদ্যাধরীর মানুষেরা ৷ উন্নয়নের আশায় বুক বেঁধেছে গোটা গ্রাম ৷
এখন শান্ত বিদ্যাধরী গ্রাম ৷ তবে ভোলেনি পুরনো ক্ষত ৷ আঘাত নিয়েই ১৭ এপ্রিল ভোটের লাইনে দাঁড়াবেন বিদ্যাধরীর মানুষেরা ৷ উন্নয়নের আশায় বুক বেঁধেছে গোটা গ্রাম ৷
advertisement
advertisement
advertisement