ভোলেনি পুরনো কথা ৷ ভুলে যায়নি ঘর ছেড়ে আকাশের তলায় কাটানো সেই রাতগুলো ৷ তবুও ভোট দেবে বীরভূমের নানুরের সাঁওতাল গ্রাম ‘বিদ্যাধরপুর’ ৷ অনেক অত্যাচার দেখেছে এই গোটা গ্রাম ৷ শুধু গরমে তেঁতে নয়, রাগে, ক্ষোভে উত্তেজিত বিদ্যাধরী গ্রাম ৷ তবুও হাসি মুখে এখনও আশা করে সুদিনের ৷ শুধুমাত্র সংখ্যালঘু অদিবাসীদের তালিকায় নাম লেখানো নয়, তাঁরা চাইছেন, সুবিচার, উন্নয়ন ৷ তাই তো সেই আশাতে ভোট দেবেন বিদ্যাধরীর মানুষ ৷ কী ঘটেছিল বিদ্যাধরী গ্রামে? ক্ষোভ কীসের?