হাঁটুতে কনের বেনারসি, বরের ধুতি! জল ডিঙিয়ে মন্দিরে, মনে রাখার মত বিয়ে যুগলের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
বিপদসীমার উপর বইছে কোপাই নদীর জলস্তর, সেই কারণে জলমগ্ন কঙ্কালীতলা মন্দির, হাঁটু সমান জল পেরিয়ে সেই মন্দিরেই বিয়ে
বিগত বেশ কয়েকদিন ধরেই বীরভূম এবং ঝাড়খন্ড এলাকা জুড়ে লাগাম ছাড়া বৃষ্টিপাত হচ্ছে। আর এই প্রবল বৃষ্টির জেরে এবার বিপর্যস্ত হয়ে পড়েছে কঙ্কালীতলার সতীপীঠ। লাগাতার বৃষ্টির কারণে কোপাই নদীর জলস্তর বিপদসীমার ওপরে উঠে গেছে, যার ফলে সতীপীঠ কঙ্কালীতলার মন্দির চত্বর সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়েছে। রবিবার থেকে হাঁটু সমান জল কঙ্কালীতলা মন্দির চত্বরে।
advertisement
advertisement
বীরভূমের মধ্যে যে পাঁচটি সতীপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম এই কঙ্কালীতলা মন্দির। বীরভূমের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের পর প্রতিদিন কঙ্কালীতলা সতীপীঠে বহু ভক্ত পুজো দিতে আসেন, তবে নদীর জলবৃদ্ধির কারণে মন্দিরে প্রায় এক হাঁটু পর্যন্ত জল জমে গেছে,ফলে মন্দিরে প্রবেশ করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন সকলেই। এর ফলে সমস্ত পূজা- অর্চনা এবং ধর্মীয় কার্যক্রম করতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।
advertisement
advertisement