Travel Tips: শীতে কম সময়-খরচে বেড়াতে চান? হাওড়াতেই রয়েছে স্বপ্নের জগৎ, জেনে নিন কী ভাবে যাবেন

Last Updated:
Travel Tips: পর্যটকদের নতুন ঠিকানা হাওড়ার শিবগঞ্জ। সপ্তাহ শেষে দু'একটা দিন নদীর কোলে প্রকৃতির নির্ভেজাল সৌন্দর্য উপভোগ করতে হলে এখানে আসতে হবে।
1/5
পর্যটকদের নতুন ঠিকানা হাওড়ার শিবগঞ্জ। সপ্তাহ শেষে দু'একটা দিন নদীর কোলে প্রকৃতির নির্ভেজাল সৌন্দর্য উপভোগ করতে হলে আসতে হবে এখানে।
পর্যটকদের নতুন ঠিকানা হাওড়ার শিবগঞ্জ। সপ্তাহ শেষে দু'একটা দিন নদীর কোলে প্রকৃতির নির্ভেজাল সৌন্দর্য উপভোগ করতে হলে আসতে হবে এখানে।
advertisement
2/5
হাওড়ার পর্যটন কেন্দ্রের তালিকায় নতুন সংযোজন শিবগঞ্জ পর্যটন কেন্দ্র। হাওড়ায় পর্যটন কেন্দ্র গড়চুমুক এবং গাদিয়ার তো ছিলই। হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলার সীমানা শিবগঞ্জ। হুগলি নদীর পূর্ব পাড়ে দক্ষিণ ২৪ পরগনার ফলতা। এবং পশ্চিম পাড়ে হাওড়ার শিবগঞ্জ।
হাওড়ার পর্যটন কেন্দ্রের তালিকায় নতুন সংযোজন শিবগঞ্জ পর্যটন কেন্দ্র। হাওড়ায় পর্যটন কেন্দ্র গড়চুমুক এবং গাদিয়ার তো ছিলই। হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলার সীমানা শিবগঞ্জ। হুগলি নদীর পূর্ব পাড়ে দক্ষিণ ২৪ পরগনার ফলতা। এবং পশ্চিম পাড়ে হাওড়ার শিবগঞ্জ।
advertisement
3/5
নদীর সৌন্দর্য নির্ভেজাল প্রকৃতি। তবে এখানের মূল আকর্ষণ হল প্রায় এক হাজার বর্গ মিটার জুড়ে তৈরি 'গ্রেটা থুনবার্গ ফরেস্ট'। কয়েক বছর আগে উদ্যোগ নিয়ে এই জঙ্গল তৈরি করা হয়েছিল। এখানে ৩৯ প্রজাতির ১১ হাজার গাছ লাগানো হয়েছিল।
নদীর সৌন্দর্য নির্ভেজাল প্রকৃতি। তবে এখানের মূল আকর্ষণ হল প্রায় এক হাজার বর্গ মিটার জুড়ে তৈরি 'গ্রেটা থুনবার্গ ফরেস্ট'। কয়েক বছর আগে উদ্যোগ নিয়ে এই জঙ্গল তৈরি করা হয়েছিল। এখানে ৩৯ প্রজাতির ১১ হাজার গাছ লাগানো হয়েছিল।
advertisement
4/5
হাওড়া শ্যামপুর-১ ব্লকের ডিঙাখোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। নিরিবিলি শান্ত পরিবেশ দু'একটা ছুটির দিন কাটানোর আদর্শ স্থান। পাশাপাশি এই শীতের মরশুমে আকর্ষণীয় পিকনিক স্পট হতে পারে।
হাওড়া শ্যামপুর-১ ব্লকের ডিঙাখোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। নিরিবিলি শান্ত পরিবেশ দু'একটা ছুটির দিন কাটানোর আদর্শ স্থান। পাশাপাশি এই শীতের মরশুমে আকর্ষণীয় পিকনিক স্পট হতে পারে।
advertisement
5/5
কলকাতার খুব কাছেই, ১৬ নম্বর জাতীয় সড়ক থেকে উলুবেড়িয়া হয়ে ৫৮ গেট পার করে শ্যামপুর শিবগঞ্জ পর্যটন কেন্দ্র। অন্য দিকে দক্ষিণ ২৪ পরগনা থেকে জলপথে পৌঁছনো যাবে।
কলকাতার খুব কাছেই, ১৬ নম্বর জাতীয় সড়ক থেকে উলুবেড়িয়া হয়ে ৫৮ গেট পার করে শ্যামপুর শিবগঞ্জ পর্যটন কেন্দ্র। অন্য দিকে দক্ষিণ ২৪ পরগনা থেকে জলপথে পৌঁছনো যাবে।
advertisement
advertisement
advertisement