প্রতিপদেই শুরু হয়ে গেল পুজো, রূপোর ঘটে এল জল! এক্কাগাড়ি, বাজনা মিলিয়ে জমজমাট ব্যাপার
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Sarbamangala Temple Puja : শুরু হয়ে গেল পুজো। প্রতিপদে রূপোর ঘটে কৃষ্ণসায়র থেকে জল ভরে ঘট এনে দুর্গা পুজো শুরু হয়ে গেল সর্বমঙ্গলা মন্দিরে।
রাজ আমলের প্রথা মেনে, বর্ধমান মহারাজার প্রতিষ্ঠিত দেবী মা সর্বমঙ্গলা মন্দিরের ঘট উত্তোলনের মাধ্যম দিয়ে বর্ধমানে শুরু হয়ে গেল দুর্গাপুজো। মহালয়ার পরের দিন প্রতিপদে রূপোর ঘটে কৃষ্ণসায়র থেকে জল ভরে ঘোড়ার গাড়িতে করে ঘট নিয়ে বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা করে মন্দিরে আনা হয়। <strong>(চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)</strong>
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এখানে দেবী কষ্টিপাথরের, অষ্টাদশভূজা সিংহবাহিনী। রুপোর সিংহাসনে মা আসীন। আগে সন্ধি পুজোয় কামান দাগা হত। মেষ, মহিষ ও ছাগ বলি হত। বর্তমানে আর হয় না। সন্ধিপুজোয় কামানের আওয়াজ শুনে আশেপাশের সমস্ত জমিদার বাড়িতে সন্ধিপুজো শুরু হত। নবমীতে হয় নবকুমারীর পুজো। স্বাভাবিক ভাবে সর্বমঙ্গলা মন্দিরের পুজোকে ঘিরে আনন্দে মতোয়ারা বর্ধমানবাসী। সকাল থেকেই মহিলারা নতুন পোশাকে হাজির হন সর্বমঙ্গলা মন্দিরে।
advertisement