সিত্রাং-এর পর কেমন আছে দিঘা, আজ কি সমুদ্রে নামতে পারবেন পর্যটকরা, দেখুন সৈকতনগরীর ছবি

Last Updated:
Digha after Sitrang: আজও দিনভর দিঘার সমুদ্র উত্তাল হতে পারে
1/9
আশঙ্কা যতটা ছিল, ততটা ধেয়ে আসেনি সিত্রাং৷ কার্যত স্বস্তির শ্বাস ফেলেছে দীপাবলির দিঘা৷ আশ্বস্ত হয়েছেন হোটেলমালিক তথা পর্যটনব্যবসায়ীরাও৷ (প্রতিবেদন : সুজিত ভৌমিক)
আশঙ্কা যতটা ছিল, ততটা ধেয়ে আসেনি সিত্রাং৷ কার্যত স্বস্তির শ্বাস ফেলেছে দীপাবলির দিঘা৷ আশ্বস্ত হয়েছেন হোটেলমালিক তথা পর্যটনব্যবসায়ীরাও৷ (প্রতিবেদন : সুজিত ভৌমিক)
advertisement
2/9
ঘূর্ণিঝড় সিত্রাং-এর আশঙ্কায় দীপাবলির সমুদ্রকে সেভাবে উপভোগ করতে পারেননি দিঘার পর্যটকরা৷ তবে সমুদ্রের উত্তাল রূপ দেখেছেন৷
ঘূর্ণিঝড় সিত্রাং-এর আশঙ্কায় দীপাবলির সমুদ্রকে সেভাবে উপভোগ করতে পারেননি দিঘার পর্যটকরা৷ তবে সমুদ্রের উত্তাল রূপ দেখেছেন৷
advertisement
3/9
সিত্রাংয়ের সরাসরি বড় প্রভাব না পড়লেও মঙ্গলবার ভোর থেকে বেশ উত্তাল দিঘার সমুদ্র৷ যা দেখতে পর্যটকদের ভিড় লক্ষ করা যাচ্ছে।
সিত্রাংয়ের সরাসরি বড় প্রভাব না পড়লেও মঙ্গলবার ভোর থেকে বেশ উত্তাল দিঘার সমুদ্র৷ যা দেখতে পর্যটকদের ভিড় লক্ষ করা যাচ্ছে।
advertisement
4/9
মঙ্গলবার সকাল থেকেই দিঘা উপকূল জুড়ে রোদ ঝলমলে আবহাওয়া। যার সুযোগ নিতে পর্যটকরা ভিড় জমিয়েছেন সমুদ্রসৈকতে। তবে সমুদ্রে নামতে এবং সৈকত উপভোগ করতে উৎসাহী পর্যটকদের আটকানোর চেষ্টা করছেন নুলিয়া ও পুলিশকর্মীরা৷
মঙ্গলবার সকাল থেকেই দিঘা উপকূল জুড়ে রোদ ঝলমলে আবহাওয়া। যার সুযোগ নিতে পর্যটকরা ভিড় জমিয়েছেন সমুদ্রসৈকতে। তবে সমুদ্রে নামতে এবং সৈকত উপভোগ করতে উৎসাহী পর্যটকদের আটকানোর চেষ্টা করছেন নুলিয়া ও পুলিশকর্মীরা৷
advertisement
5/9
প্রসঙ্গত মঙ্গলবারও অমাবস্যা তিথি থাকছে৷ ফলে আজও দিনভর দিঘার সমুদ্র উত্তাল হতে পারে৷ সেকথা মাথায় রেখে পর্যটকদের সমুদ্র স্নানের ওপর আজও থাকছে নিষেধাজ্ঞা।
প্রসঙ্গত মঙ্গলবারও অমাবস্যা তিথি থাকছে৷ ফলে আজও দিনভর দিঘার সমুদ্র উত্তাল হতে পারে৷ সেকথা মাথায় রেখে পর্যটকদের সমুদ্র স্নানের ওপর আজও থাকছে নিষেধাজ্ঞা।
advertisement
6/9
কালীপুজো ও দীপাবলির উদযাপন ম্লান করে দেওয়া ঘূর্ণিঝড়ের নাম ‘সিত্রাং’ রেখেছে থাইল্যান্ড৷ এর অর্থ কোনও সূত্র অনুযায়ী থাইল্যান্ডের পদবি বা গাছের পাতা৷
কালীপুজো ও দীপাবলির উদযাপন ম্লান করে দেওয়া ঘূর্ণিঝড়ের নাম ‘সিত্রাং’ রেখেছে থাইল্যান্ড৷ এর অর্থ কোনও সূত্র অনুযায়ী থাইল্যান্ডের পদবি বা গাছের পাতা৷
advertisement
7/9
সোমবার রাতে সিত্রাং আছড়ে পড়েছে বাংলাদেশের ভোলায়৷ ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিমি৷
সোমবার রাতে সিত্রাং আছড়ে পড়েছে বাংলাদেশের ভোলায়৷ ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিমি৷
advertisement
8/9
সিত্রাংয়ের প্রভাবে বাংলার উপকূলবর্তী এলাকায় ঝড় ও প্রবল বৃষ্টিপাত হয়৷ কলকাতা, হাওড়া ও হুগলিতে বৃষ্টির পাশাপাশি ছিল দমকা বাতাস৷ বাংলায় ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ ২৪ পরগনায়৷
সিত্রাংয়ের প্রভাবে বাংলার উপকূলবর্তী এলাকায় ঝড় ও প্রবল বৃষ্টিপাত হয়৷ কলকাতা, হাওড়া ও হুগলিতে বৃষ্টির পাশাপাশি ছিল দমকা বাতাস৷ বাংলায় ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ ২৪ পরগনায়৷
advertisement
9/9
হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার থেকে কলকাতা তথা বাংলার আবহাওয়ার উন্নতি হবে৷
হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার থেকে কলকাতা তথা বাংলার আবহাওয়ার উন্নতি হবে৷
advertisement
advertisement
advertisement