Cyclone Asani: ঘূর্ণিঝড় অশনির মধ্যেই মান্দারমনিতে বিপদ, সমুদ্রে তলিয়ে মৃত্যু ২ পর্যটকের
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
নিষেধাজ্ঞা থাকার পরও বিকেল নাগাদ সমুদ্র স্নানে যান তাঁরা৷ তখনই ঘটে বিপদ।
advertisement
advertisement
advertisement
•সমস্ত ধরনের বিনোদন কার্যকলাপ সমুদ্রতটে নিষিদ্ধ থাকার পরও কীভাবে এরা সমুদ্র স্নানে নামেন, সেই প্রশ্ন উঠছে। এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় অশনি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এখন অবস্থান করছে এটি। শক্তিশালী ঘূর্ণিঝড় রূপেই মঙ্গলবার পর্যন্ত অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে উত্তর-পশ্চিম অভিমুখে এগোতে থাকবে অশনি, পূর্বাভাস আবহাওয়া দফতরের।
advertisement
•আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে পুরী থেকে ৮৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় অশনি। আগের অবস্থান থেকে প্রায় ৫০ কিমি এগিয়ে এসেছে সেটি।এর প্রভাবে ওড়িশা ও বাংলার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বুধ ও বৃহস্পতিবার এই দুইদিন ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলের জেলায়।