West Medinipur News: দেওয়াল জুড়ে ছবি, ঘরে ঘরে শিল্পী...বাংলায় ‘ছবির গ্রাম’ কোথায় রয়েছে জানেন কী?

Last Updated:
গোটা গ্রাম জুড়ে শুধুই শিল্পীদের আনাগোনা, বাড়িতে বাড়িতে আঁকা হচ্ছে ছবি, ঘুরে দেখুন এই শিল্পী গ্রাম।
1/6
গোটা একটা গ্রাম সাজান বিভিন্ন ছবিতে। বাড়িতে বাড়িতেই পেশাদার শিল্পী। প্রতিদিন শিল্প নিপুনতায় ফুটিয়ে তোলে নানা ছবি। কখনও সামাজিক, কখনও রাজনৈতিক, আবার কখনও ধর্মীয় নানান ছবি হতে ওঠে তাদের রং তুলিতে। প্রতিদিনই দেশ-বিদেশ থেকে বহু পর্যটক আসেন এখানে। শিল্পী গ্রামের খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে। ঘুরে দেখুন প্রত্যন্ত এই গ্রাম।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
গোটা একটা গ্রাম সাজানো বিভিন্ন ছবিতে। বাড়িতে বাড়িতেই পেশাদার শিল্পী। প্রতিদিন শিল্প নিপুনতায় ফুটিয়ে তোলে নানা ছবি। কখনও সামাজিক, কখনও রাজনৈতিক, আবার কখনও ধর্মীয় নানান ছবি হতে ওঠে তাদের রং তুলিতে। প্রতিদিনই দেশ-বিদেশ থেকে বহু পর্যটক আসেন এখানে। শিল্পী গ্রামের খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে। ঘুরে দেখুন প্রত্যন্ত এই গ্রাম। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
2/6
পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে এমন এক ছবির গ্রাম। বাড়িতেই ছোট থেকে বড় শিল্পীদের হাতের ছোঁয়ায় ফুটে ওঠে নানা ছবি। কাপড় অথবা কাগজের উপর কখনও ভেষজ রঙ আবার কখনও কেমিক্যাল রং ব্যবহার করে নানা জিনিস তৈরি করে শিল্পীরা। পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়াগ্রাম বিখ্যাত ছবির গ্রাম হিসেবে। গ্রামে প্রবেশ করলে আলাদা শান্তি মিলবে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে এমন এক ছবির গ্রাম। বাড়িতেই ছোট থেকে বড় শিল্পীদের হাতের ছোঁয়ায় ফুটে ওঠে নানা ছবি। কাপড় অথবা কাগজের উপর কখনও ভেষজ রং আবার কখনও কেমিক্যাল রং ব্যবহার করে নানা জিনিস তৈরি করে শিল্পীরা। পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়াগ্রাম বিখ্যাত ছবির গ্রাম হিসেবে। গ্রামে প্রবেশ করলে আলাদা শান্তি মিলবে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
3/6
কলকাতা শহর থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে ছোট্ট গ্রাম নয়া। এই গ্রামে বসবাস প্রায় চারশোরও বেশি পট শিল্পীদের। বংশ পরম্পরায় পটে ছবি এঁকে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেন তারা। সকাল থেকে বাড়ি উঠোনে বসে ছবি আঁকেন শিল্পীরা । বাড়ির অন্যান্য কাজের পাশাপাশি সারাদিনরাত ছবি আঁকেন মহিলারাও। তাই এই গ্রামকে শিল্পী গ্রামও বলা হয়।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
কলকাতা শহর থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে ছোট্ট গ্রাম নয়া। এই গ্রামে বসবাস প্রায় চারশোরও বেশি পট শিল্পীদের। বংশ পরম্পরায় পটে ছবি এঁকে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেন তারা। সকাল থেকে বাড়ি উঠোনে বসে ছবি আঁকেন শিল্পীরা । বাড়ির অন্যান্য কাজের পাশাপাশি সারাদিনরাত ছবি আঁকেন মহিলারাও। তাই এই গ্রামকে শিল্পী গ্রামও বলা হয়।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
4/6
পট শিল্পী বাহাদুর চিত্রকর, আনোয়ার চিত্রকরদের কথায়, বছরের পর বছর বংশ পরম্পরায় এই পটচিত্রকে বাঁচিয়ে রেখেছে প্রজন্মের পর প্রজন্ম। বর্তমানে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে পিংলার পটচিত্রের সুখ্যাতি। একাধিক পট চিত্রশিল্পী সম্মানিত হয়েছে বিশ্ব দরবারে। স্বাভাবিকভাবে এককালের জীবিকা নির্বাহের পেশা আজ বিশ্ব সমাদৃত।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
পট শিল্পী বাহাদুর চিত্রকর, আনোয়ার চিত্রকরদের কথায়, বছরের পর বছর বংশ পরম্পরায় এই পটচিত্রকে বাঁচিয়ে রেখেছে প্রজন্মের পর প্রজন্ম। বর্তমানে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে পিংলার পটচিত্রের সুখ্যাতি। একাধিক পট চিত্রশিল্পী সম্মানিত হয়েছে বিশ্ব দরবারে। স্বাভাবিকভাবে এককালের জীবিকা নির্বাহের পেশা আজ বিশ্ব সমাদৃত।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
5/6
এই গ্রামে বাড়তি পাওনা বাহাদুর চিত্রকরের সংগ্রহশালা। যেখানে বিভিন্ন ধরনের পটচিত্র, নানা সংগ্রহ, পুরানো পট গুছিয়ে রেখেছেন তিনি। ঘরের দ্বারা এই মিউজিয়াম বেশ আকর্ষণীয় পর্যটকদের কাছে। মাঝে বসে ছবি আঁকেন পটচিত্রশিল্পী বাহাদুর চিত্রকর।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
এই গ্রামে বাড়তি পাওনা বাহাদুর চিত্রকরের সংগ্রহশালা। যেখানে বিভিন্ন ধরনের পটচিত্র, নানা সংগ্রহ, পুরোনো পট গুছিয়ে রেখেছেন তিনি। ঘরের দ্বারা এই মিউজিয়াম বেশ আকর্ষণীয় পর্যটকদের কাছে। মাঝে বসে ছবি আঁকেন পটচিত্রশিল্পী বাহাদুর চিত্রকর।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
6/6
স্বাভাবিকভাবে গোটা এই গ্রাম ঘুরে দেখলে মুগ্ধ হবেন। সপ্তাহে সপ্তাহে বসে হাট। প্রতিটি বাড়ি থেকেও কেনা যাবে পটচিত্র। স্বাভাবিকভাবে কলকাতার খুব কাছে এই জায়গা ঘুরে দেখুন।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
স্বাভাবিকভাবে গোটা এই গ্রাম ঘুরে দেখলে মুগ্ধ হবেন। সপ্তাহে সপ্তাহে বসে হাট। প্রতিটি বাড়ি থেকেও কেনা যাবে পটচিত্র। স্বাভাবিকভাবে কলকাতার খুব কাছে এই জায়গা ঘুরে দেখুন।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement