'কোল্ড' আতসবাজি! বাজার কাঁপাতে আসছে অভিনব এই বাজি!  এবার দক্ষিণ ২৪ পরগনায় তৈরি হতে চলেছে এই বাজি!

Last Updated:
বজবজ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার দক্ষিণ ২৪ পরগনায় তৈরি হবে "কোল্ড আতসবাজি"। পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে বলে আতসবাজি সংগঠন সূত্রে খবর। কোল্ড আতসবাজি সাধারণ আতসবাজির মতো আগুন আর বেশি তাপ ছাড়ে না। ছবি ও তথ্য: নবাব মল্লিক 
1/6
বজবজ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার দক্ষিণ ২৪ পরগনায় তৈরি হবে
বজবজ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার দক্ষিণ ২৪ পরগনায় তৈরি হবে "কোল্ড আতসবাজি"। পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে বলে আতসবাজি সংগঠন সূত্রে খবর। কোল্ড আতসবাজি সাধারণ আতসবাজির মতো আগুন আর বেশি তাপ ছাড়ে না। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/6
এ নিয়ে আতসবাজি ম্যানুফ্যাকচারিং সংগঠনের সাধারণ সম্পাদক শুকদেব নস্কর জানিয়েছে,
এ নিয়ে আতসবাজি ম্যানুফ্যাকচারিং সংগঠনের সাধারণ সম্পাদক শুকদেব নস্কর জানিয়েছে, "আমরা নাগপুরের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলেছি। তারা রাজ্যের এমএসএমই-র সঙ্গে গাঁটছড়া বেঁধে কোল্ড বাজি নিয়ে একটি প্রশিক্ষণ করবেন। সেখানে ব্রিটেন-জার্মানি থেকেও বিশেষজ্ঞরা আসবেন।"
advertisement
3/6
সাধারণত এই আতসবাজিগুলি চীন থেকে নিয়ে আসা হয়। যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এগুলি দেখতে ঝকঝকে স্ফুলিঙ্গের মতো। জ্বলার সময় কম তাপমাত্রা ও ধোঁয়া কম হয়।
সাধারণত এই আতসবাজিগুলি চীন থেকে নিয়ে আসা হয়। যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এগুলি দেখতে ঝকঝকে স্ফুলিঙ্গের মতো। জ্বলার সময় কম তাপমাত্রা ও ধোঁয়া কম হয়।
advertisement
4/6
মূলত বিয়ে, জন্মদিন, কনসার্ট, মঞ্চ অনুষ্ঠান, কেক কাটার সময় ব্যবহার হয় এই আতসবাজি। শুধু দক্ষিণ ২৪ পরগনা নয় সমগ্র রাজ্যে কোল্ড বাজি উৎপাদনের সম্ভাবনা তৈরি হচ্ছে।
মূলত বিয়ে, জন্মদিন, কনসার্ট, মঞ্চ অনুষ্ঠান, কেক কাটার সময় ব্যবহার হয় এই আতসবাজি। শুধু দক্ষিণ ২৪ পরগনা নয় সমগ্র রাজ্যে কোল্ড বাজি উৎপাদনের সম্ভাবনা তৈরি হচ্ছে।
advertisement
5/6
এছাড়াও আরও জানা গিয়েছে পুজোর আগেই বাজার বসানোর জন্য প্রয়োজনীয় লাইসেন্স আগামী ১০ দিনের মধ্যে দিয়ে দেওয়া হতে পারে।ফলে কালীপুজোর আগে বাজি বাজার নিয়ে কোনওরকম সমস্যা তৈরি হবেনা।
এছাড়াও আরও জানা গিয়েছে পুজোর আগেই বাজার বসানোর জন্য প্রয়োজনীয় লাইসেন্স আগামী ১০ দিনের মধ্যে দিয়ে দেওয়া হতে পারে।ফলে কালীপুজোর আগে বাজি বাজার নিয়ে কোনওরকম সমস্যা তৈরি হবেনা।
advertisement
6/6
এই কোল্ড বাজি বাজারে আসলে বাজি শিল্পে বিপ্লব আসবে। পরিবেশদূষণ ও খুব কম হবে। আগামীদিনে পরিবেশবান্ধব বাজি তৈরিতে স্বনির্ভর হবে দক্ষিণ ২৪ পরগনা জেলা তথা রাজ্য। ছবি ও তথ্য: নবাব মল্লিক
এই কোল্ড বাজি বাজারে আসলে বাজি শিল্পে বিপ্লব আসবে। পরিবেশদূষণ ও খুব কম হবে। আগামীদিনে পরিবেশবান্ধব বাজি তৈরিতে স্বনির্ভর হবে দক্ষিণ ২৪ পরগনা জেলা তথা রাজ্য। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
advertisement
advertisement