Russle Viper Snake : বিষাক্ত চন্দ্রবোড়া সাপের উৎপাত! নবদ্বীপে আতঙ্ক, কোথা থেকে এল এই 'বিপদ'!
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Russle Viper- পোর্ট এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি, একসময় এই সমস্ত এলাকাতে বিষাক্ত চন্দ্রবোড়া সাপের উপদ্রব ছিল না বললেই চলে। তারা জানান, প্রথম চন্দ্রবোড়া সাপের উপদ্রব লক্ষ্য করেন এই পোর্ট এলাকাতেই।
নবদ্বীপের স্বরুপগঞ্জ ঘাটের সন্নিকটে যে পোর্ট এলাকা রয়েছে একসময় সেই পোর্টে নৌকা কিংবা জাহাজের ছিল রমরমা। ভিন জেলা কিংবা জেলা ছাড়িয়ে ভিন রাজ্য থেকেও জাহাজ আসতো এই পোর্টে। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে আজ সেই পোর্ট এলাকা জঙ্গলে ভরা জাহাজ কিংবা লঞ্চের দেখাও খুব একটা মেলে না। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
উল্লেখ্য, চন্দ্রবোড়া সাপ ভারতবর্ষের অন্যতম বিষধর একটি সাপের প্রজাতি। অন্যান্য সাপের মতো এটি ডিম পারে না, সরাসরি বাচ্চার জন্ম দিতে পারে। একসঙ্গে ৩০ থেকে ৪০ টা পর্যন্ত এই সাপ বাচ্চার জন্ম দেয় বলে জানা গিয়েছে। এই সাপ কামড়ালে যত তাড়াতাড়ি সম্ভব জেলা হাসপাতালে গিয়ে চিকিৎসা করানো জরুরি বলে জানান চিকিৎসকেরা।