নতুন সেতুর কাজ শুরু হতেই পুরনো আশঙ্কা উঁকি মারছে গ্রামবাসীদের মনে
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
এক সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা সেতুটির কাজ। তবে অভিযোগ, আগের ভেঙে যাওয়া কাঠের সেতুর পুরোনো সামগ্রী ব্যবহার করেই নতুন সেতুটি তৈরি হচ্ছে। ফলে এটি কতদিন টিকবে তা নিয়ে নিশ্চিত নন গ্রামের বাসিন্দারা
![দাসপুর-২ ব্লকের পলাশপাই খালের উপর মহিষঘাটায় কংক্রিটের সেতুর গার্ডওয়াল ভেঙে পড়ে রয়েছে প্রায় পাঁচ বছর। ২০২০ সালের ২৫ আগস্ট গভীর রাতে মালবাহী ভারী লরি পার হতে গিয়ে সেতুর একাংশ ভেঙে যায়। পরে জেলা সেচ দফতরের উদ্যোগে খেপুত ও দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের যৌথ তত্ত্বাবধানে প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয়ে একটি কাঠের সেতু তৈরি হয়। কিন্তু এক বছরের মধ্যেই ইট বোঝাই গাড়ির চাপে সেটিও ভেঙে পড়ে।[ছবি ও তথ্য: মিজানুর রহমান] দাসপুর-২ ব্লকের পলাশপাই খালের উপর মহিষঘাটায় কংক্রিটের সেতুর গার্ডওয়াল ভেঙে পড়ে রয়েছে প্রায় পাঁচ বছর। ২০২০ সালের ২৫ আগস্ট গভীর রাতে মালবাহী ভারী লরি পার হতে গিয়ে সেতুর একাংশ ভেঙে যায়। পরে জেলা সেচ দফতরের উদ্যোগে খেপুত ও দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের যৌথ তত্ত্বাবধানে প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয়ে একটি কাঠের সেতু তৈরি হয়। কিন্তু এক বছরের মধ্যেই ইট বোঝাই গাড়ির চাপে সেটিও ভেঙে পড়ে।[ছবি ও তথ্য: মিজানুর রহমান]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5395228_img_20250821_104935_watermark_21082025_110309_1.jpg?impolicy=website&width=827&height=620)