Weather ফের নিম্নচাপ? তাপমাত্রার পারদ নামবে! ৩ দিনে বদলে যাবে আবহাওয়া, কবে থেকে হুড়মুড়িয়ে 'শীত'? জেনে নিন আবহাওয়ার আপডেট
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Tias Banerjee
Last Updated:
Weather আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ও দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কাল থেকে শুষ্ক আবহাওয়া। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা, তাপমাত্রা কমবে। জেনে নিন আগামীর পূর্বাভাস।
রাজ্যে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হ্রাস পেতে পারে। বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সপ্তাহের মাঝামাঝি উপকূলবর্তী জেলাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ ফের বাড়বে বলে পূর্বাভাস। অন্যদিকে, উত্তরবঙ্গে কাল থেকে একটানা শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। (Representative Image: AI)
advertisement
রবিবারও উত্তরবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আকাশ থাকবে আংশিক মেঘলা। তবে সোমবার থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে এবং উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া ফিরে আসবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (Representative Image: AI)
advertisement
advertisement
আগামিকাল সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে থাকবে শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া। তবে বুধবার থেকে শুক্রবারের মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়। (Representative Image: AI)
advertisement
আবহাওয়া দফতরের সূত্রে জানা গিয়েছে, গাল্ফ অফ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে। বর্তমানে এটি উত্তর আন্দামান সাগরের মায়ানমার উপকূলে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিস্টেমটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে প্রবল নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এখনই শীতের আগমন নয়। (Representative Image: AI)
advertisement
advertisement
তাপমাত্রা: আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৮ থেকে ৯০ শতাংশের মধ্যে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৪ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। (Representative Image: AI)








