বাজেটের নামগন্ধ নেই! বইমেলা থেকে লাখ লাখ টাকার বই কিনলেন শিক্ষক! টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে

Last Updated:
টাকা জমিয়ে অনেকেই বইমেলা থেকে বই কেনেন। তেমনি একজন মানুষ হলেন চাকদহের শিক্ষক দেবব্রত চট্টোপাধ্যায় ৷ বইমেলায় তিনি যে পরিমাণ বই কিনেছেন ভারতীয় মুদ্রায় তার মোট মূল্য প্রায় ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।
1/8
বইপ্রেমীদের স্বর্গ হল কলকাতা আন্তর্জাতিক বইমেলা৷ এই কয়েকটা দিনের জন্য বইপোকারা সারা বছর অপেক্ষা করে থাকেন। টাকা জমিয়ে অনেকেই বই মেলা থেকে বই কেনেন। তেমনি একজন মানুষ হলেন চাকদহের শিক্ষক দেবব্রত চট্টোপাধ্যায় ৷ (ছবি-রঞ্জিত সরকার)
বইপ্রেমীদের স্বর্গ হল কলকাতা আন্তর্জাতিক বইমেলা৷ এই কয়েকটা দিনের জন্য বইপোকারা সারা বছর অপেক্ষা করে থাকেন। টাকা জমিয়ে অনেকেই বই মেলা থেকে বই কেনেন। তেমনি একজন মানুষ হলেন চাকদহের শিক্ষক দেবব্রত চট্টোপাধ্যায় ৷ (ছবি-রঞ্জিত সরকার)
advertisement
2/8
ভাবতেই পারেন এমন তো অনেকেই আছেন যারা সারা বছর টাকা জমিয়ে বই কেনেন তাহলে দেবব্রত চট্টোপাধ্যায় কেন শিরোনামে? কারণ পেশায় শিক্ষক দেবব্রত চট্টোপাধ্যায় যে মূল্য বই কিনেছে তা শুনলে অনেকেই চোখ কপালে উঠবে। (ছবি-রঞ্জিত সরকার)
ভাবতেই পারেন এমন তো অনেকেই আছেন যারা সারা বছর টাকা জমিয়ে বই কেনেন তাহলে দেবব্রত চট্টোপাধ্যায় কেন শিরোনামে? কারণ পেশায় শিক্ষক দেবব্রত চট্টোপাধ্যায় যে মূল্য বই কিনেছে তা শুনলে অনেকেই চোখ কপালে উঠবে। (ছবি-রঞ্জিত সরকার)
advertisement
3/8
কথায় বলে বই কিনে কেউ কখন দেউলিয়া হয় না। সেই কথাই যেন আরও একবার প্রমাণ করলেন দেবব্রত বাবু। বইমেলায় তিনি যে পরিমাণ বই কিনেছেন ভারতীয় মুদ্রায় তার মোট মূল্য প্রায় ৩ লক্ষ ৩৬ হাজার। (ছবি-রঞ্জিত সরকার)
কথায় বলে বই কিনে কেউ কখন দেউলিয়া হয় না। সেই কথাই যেন আরও একবার প্রমাণ করলেন দেবব্রত বাবু। বইমেলায় তিনি যে পরিমাণ বই কিনেছেন ভারতীয় মুদ্রায় তার মোট মূল্য প্রায় ৩ লক্ষ ৩৬ হাজার। (ছবি-রঞ্জিত সরকার)
advertisement
4/8
তাঁর বাড়ি যেন আস্ত একটা বইয়ের বাগান। বই সংগ্রহ করা তাঁর নেশায় পরিণত হয়েছে। তবে কেবল বই সংগ্রহ ও বই পড়া নয়, সেই বই দিয়ে বাড়িতেই বানিয়েছেন একটি লাইব্রেরী। (ছবি-রঞ্জিত সরকার)
তাঁর বাড়ি যেন আস্ত একটা বইয়ের বাগান। বই সংগ্রহ করা তাঁর নেশায় পরিণত হয়েছে। তবে কেবল বই সংগ্রহ ও বই পড়া নয়, সেই বই দিয়ে বাড়িতেই বানিয়েছেন একটি লাইব্রেরী। (ছবি-রঞ্জিত সরকার)
advertisement
5/8
চাকদহের বাসিন্দা দেবব্রত চট্টোপাধ্যায় প্রতি মাসের নিজের আয় থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা জমিয়ে রাখেন বইমেলা থেকে বই কেনার জন্য। (ছবি-রঞ্জিত সরকার)
চাকদহের বাসিন্দা দেবব্রত চট্টোপাধ্যায় প্রতি মাসের নিজের আয় থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা জমিয়ে রাখেন বইমেলা থেকে বই কেনার জন্য। (ছবি-রঞ্জিত সরকার)
advertisement
6/8
এলাকার ছাত্র-ছাত্রী থেকে গবেষক সকলেই ভিড় জমান তাঁর লাইব্রেরীতে। তিনি একেবারে বিনামূল্যে সকলে পড়তে দেন এই বইগুলি। (ছবি-রঞ্জিত সরকার)
এলাকার ছাত্র-ছাত্রী থেকে গবেষক সকলেই ভিড় জমান তাঁর লাইব্রেরীতে। তিনি একেবারে বিনামূল্যে সকলে পড়তে দেন এই বইগুলি। (ছবি-রঞ্জিত সরকার)
advertisement
7/8
ইংরেজি বিভাগের শিক্ষক হলেও রাজনীতি-কবিতা-দর্শন-সাহিত্য সব ধরনের বই আছে তাঁর সংগ্রহে। নানা ধরনের বই পড়তে ভালবাসেন তিনি। (ছবি-রঞ্জিত সরকার)
ইংরেজি বিভাগের শিক্ষক হলেও রাজনীতি-কবিতা-দর্শন-সাহিত্য সব ধরনের বই আছে তাঁর সংগ্রহে। নানা ধরনের বই পড়তে ভালবাসেন তিনি। (ছবি-রঞ্জিত সরকার)
advertisement
8/8
বাড়িতেই প্রায় ৮০০-এর বেশী পড়ুয়াকে নিয়ে চলে ক্লাস। কিন্তু তার মাঝে সময় বের করে নিয়মিত বইমেলায় আসতে ভুলতেন না তিনি ৷ (ছবি-রঞ্জিত সরকার)
বাড়িতেই প্রায় ৮০০-এর বেশী পড়ুয়াকে নিয়ে চলে ক্লাস। কিন্তু তার মাঝে সময় বের করে নিয়মিত বইমেলায় আসতে ভুলতেন না তিনি ৷ (ছবি-রঞ্জিত সরকার)
advertisement
advertisement
advertisement