Tarapith: তারাপীঠে ভুলেও পরে যাবেন না 'এই' পোশাকগুলির একটিও, মন্দিরে ঢুকতে দেবে না কোনওভাবেই
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Tarapith Temple Dress Code: তারাপীঠ মন্দিরের প্রবেশের ক্ষেত্রে চালু হয়েছে নতুন নিয়ম, তবে এটি একদমই নতুন নিয়ম সেটা কিন্তু বলা যায় না। কারণ অনেকদিন থেকেই এই নিয়ম চালু ছিল কিন্তু সেই ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি মন্দির কমিটির তরফ থেকে।
advertisement
*তারাপীঠ মন্দিরের পাশে অবস্থিত তারাপীঠ মহাশ্মশানে সাধু সন্ন্যাসীরা ছুটে আসেন বিশেষ মনস্কামনা নিয়ে যজ্ঞ করতে। শুধু তাই নয়, ভক্তরা মনে করেন তারাপীঠ মন্দিরের পাশে অবস্থিত দ্বারকা নদীতে স্নান করে মা তারার মন্দিরে পুজো দিলে, মা তারা সকলের মনের ইচ্ছা পূরণ করে। আর সেই কারণেই প্রত্যেকদিন এই তারাপীঠ মন্দিরে কয়েক হাজার ভক্ত পর্যটকদের সমাগম হয়। সংগৃহীত ছবি।
advertisement
*বিশেষ করে অমাবস্যা তিথি উপলক্ষে সেই সংখ্যাটা বেড়ে যায় আরও কয়েকগুণ। তবে এই তারাপীঠ মন্দিরের প্রবেশের ক্ষেত্রে চালু হয়েছে নতুন নিয়ম, তবে এটি একদমই নতুন নিয়ম সেটা কিন্তু বলা যায় না।কারণ অনেকদিন থেকেই এই নিয়ম চালু ছিল কিন্তু সেই ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি মন্দির কমিটির তরফ থেকে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*তারাপীঠ মন্দিরের এক সেবায়েত পুলক চট্টোপাধ্যায় জানান, "মন্দির একটি পবিত্র জায়গা আর সেই কারণেই এই নিয়ম চালু করা হয়েছিল মন্দির কমিটির তরফ থেকে। তবে কঠোরভাবে মন্দিরের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু এবার মন্দিরের ঢোকার মুহূর্তে পোস্টার টাঙিয়ে সেই নিষেধাজ্ঞা সম্বন্ধে জানিয়ে দেওয়া হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement