Tarapith Mandir New Rules: মা তারার দর্শনে যাচ্ছেন, তারাপীঠ মন্দিরে একাধিক নিয়মে বদল, জানা না থাকলে পড়বেন মুশকিলে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Tarapith Mandir New Rules: তারাপীঠ আসবেন! কোন সময় থেকে কতক্ষণ পুজো দিতে পারবেন জানুন।
বীরভূম: ভ্রমণপিপাসু বাঙালি হাতে একদিনের ছুটি পেলেই ছুটে আসেন বীরভূমে।কারণ লালমাটির শহর এই বীরভূম।কী নেই এই বীরভূমে! রয়েছে পাঁচটি সতীপীঠ,রয়েছে সিদ্ধপীঠ তারাপীঠ।রয়েছে বোলপুর শান্তিনিকেতন।যেখানে শুধু দেশ না বিদেশের বহু পর্যটক ছুটে আসেন।এই ছাড়াও রয়েছে একাধিক রাজবাড়ি থেকে শুরু করে জমিদার বাড়ি।তবে অনেকেই ছুটে আসেন তারাপীঠ মা তারার দর্শন এর জন্য।কথিত আছে তারাপীঠ এর দ্বারকা নদীর জলে স্নান করে মা তারার দর্শন করলে সকলের মনস্কামনা পূর্ণ হয়।
advertisement
তারাপীঠে এবার জারি হয়েছে এক নতুন নিয়ম।
মূলত বাংলার পৌষ মাসের ১ তারিখ থেকে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার সময় কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। মন্দির প্রবেশের সময় মন্দিরে মোতায়েন নির্দিষ্ট নিরাপত্তা রক্ষীকে মোবাইল ফোন জমা দিয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। তারপর থেকে সেই নিয়মেই মন্দিরে পুজো দেওয়ার শুরু হয়।
মূলত বাংলার পৌষ মাসের ১ তারিখ থেকে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার সময় কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। মন্দির প্রবেশের সময় মন্দিরে মোতায়েন নির্দিষ্ট নিরাপত্তা রক্ষীকে মোবাইল ফোন জমা দিয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। তারপর থেকে সেই নিয়মেই মন্দিরে পুজো দেওয়ার শুরু হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
সন্ধ্যা আরতি সমাপ্তির পর সান্ধ্য শীতলভোগ নিবেদনের জন্য পুনরায় দ্বার বন্ধ হবে।সান্ধ্য শীতল ভোগ নিবেদনের পর সন্ধ্যা ৬.৩০ মিনিটে মন্দিরের দরজা খুলবে এবং পুজো দেওয়ার লাইন চলতে থাকবে।মায়ের সন্ধ্যা আরতি চলাকালিন মূল ঘেরার ভিতর যিনি আরতি করবেন তিনি এবং অপর দিকে সাহায্যকারি ছাড়া কেউ থাকবেনা।রাত্রি ৯ টায় মন্দির চত্বরে প্রবেশের দরজা গুলি একসঙ্গে বন্ধ হবে।মন্দির চত্বরের ভেতরে থেকে যাওয়া দর্শনার্থীরা বাইরে আসবেন,নতুন করে কেউ মন্দির চত্বরে প্রবেশ করবেন না।
advertisement
যদি রাত্রি ৯ টার পরও পুণ্যার্থীদর লাইন থেকে যায় সে ক্ষেত্রে লাইন শেষ হওয়ার পর মন্দির বন্ধ হবে। প্রতি মাসের দুটি অষ্টমী, দুটি চতুৰ্দ্দশী, অমাবস্যা ও পূর্ণিমা এবং সংক্রান্তি তিথিতে তিথির সময়ানুসারে রাত্রিকালীন বিশেষ পূজাঅর্চনা ও পূর্ণারতি এবং ভোগ নিবেদনের পর মন্দির দরজা বন্ধ হবে ও মন্দির চত্বরের প্রবেশ দ্বারগুলি বন্ধ হবে।
advertisement
প্রটোকলের সুবিধা প্রাপ্ত পুণ্যার্থীরা মন্দিরের অপেক্ষাগৃহ থেকে প্রটোকলের পথ ধরে মন্দিরের বাহির বারান্দার প্রথম গেট দিয়ে গর্ভগৃহে প্রবেশ করবেন। মায়ের শয্যার সম্মুখস্থ ফাঁকা জায়গা থেকে মাকে পূজার্চ্চনা অর্পন করবেন। তারাপীঠের মূল অধিবাসীরা প্রটোকলের পথ ধরে মন্দিরের বাইরের বারান্দার তৃতীয় গেটে দিয়ে গর্ভগৃহে প্রবেশ করবেন। বিদেশি পর্যটকরা হলুদ পাশ সংগ্রহ করে বিশেষ লাইনের মাধ্যমে মন্দিরে যাবেন। Input- Souvik Roy