হোম » ছবি » দক্ষিণবঙ্গ » তারকেশ্বরের মন্দিরে সারা বছরই বিপুল ভক্ত সমাগম, দুধপুকুরে স্নান সারলে সকল মনষ্কামনা পূরণ
তারকেশ্বরের মন্দিরে সারা বছরই বিপুল ভক্ত সমাগম, দুধপুকুরে স্নান সারলে সকল মনষ্কামনা পূরণ
Bangla Editor
1/ 6
তারকেশ্বর হুগলি জেলার এমন একটি স্থান যা তীর্থক্ষেত্র রূপে পরিণত হয়েছে ৷ ছবি সংগৃহীত ৷
2/ 6
তারকেশ্বর স্বয়ং বাবা তারকনাথ বা শিবের স্থান ৷ বহুদূর থেকে প্রতিদিন বহু মানুষ তারকেশ্বরের মন্দিরে এসে অনেক নমষ্কামনা করে থাকেন ৷ ছবি সংগৃহীত ৷
3/ 6
প্রচলিত আছে তারকেশ্বরের দুধ পুকুরে ডুব দিয়ে যে যা সমষ্কামনা করেন তা পূরণ হয় সহজেই ৷ ছবি সংগৃহীত ৷
4/ 6
শুধুই রাজ্য নয় ভিন রাজ্য থেকে বহু মানুষ তারকেশ্বরে বাবার চরণে অনেক আবেদন ও নিবেদন করতেই আসেন ৷ ছবি সংগৃহীত ৷
5/ 6
দেবাদিদেব মহাদেব অর্থাৎ ভগবান শিব ৷ তিনিই সবার সমস্ত মনষ্কামনা পূরণ করতে সক্ষম জগতের একমাত্র তিনি আশা ও ভরসা এটাই মনে করা হয় ৷ ছবি সংগৃহীত ৷
6/ 6
বাবার আশীর্বাদে জীবনে সমস্ত অপূর্ণ কাজই পূর্ণতা পাবে এই বিশ্বাস নিয়েই রাত্রিদিন শিবের মহামন্ত্র জপ করে থাকেন ৷ হয়ত ক্লান্তি শেষে জীবনে াসবে সুস্থিরতা ৷ ছবি সংগৃহীত ৷
তারকেশ্বরের মন্দিরে সারা বছরই বিপুল ভক্ত সমাগম, দুধপুকুরে স্নান সারলে সকল মনষ্কামনা পূরণ
বাবার আশীর্বাদে জীবনে সমস্ত অপূর্ণ কাজই পূর্ণতা পাবে এই বিশ্বাস নিয়েই রাত্রিদিন শিবের মহামন্ত্র জপ করে থাকেন ৷ হয়ত ক্লান্তি শেষে জীবনে াসবে সুস্থিরতা ৷ ছবি সংগৃহীত ৷